সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • খুলনা নগরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, নেতা-কর্মীদের খুঁজছে পুলিশ
  • ভাত খাওয়ার সময় যুবদলকর্মীকে গুলি করে হত্যা
  • বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে
  • আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে
  • বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক পুনরুজ্জীবনের প্রথম ধাপ
  • দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি
  • তেজগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • চাটমোহরে শিশু জুঁই হত্যা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
  • বর্ষবরণে রমনায় মানুষের ঢল

বেশি দামে আলু বিক্রি করায় কোল্ড স্টোরেজকে জরিমানা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৬

বগুড়ার সদর উপজেলায় অতিরিক্ত মুনাফায় আলু বিক্রি করার দায়ে নর্দান কোল্ড স্টোরেজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে অভিযানটি পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।

জানা যায়, বগুড়া সদর উপজেলায় অবস্থিত নর্দান কোল্ড স্টোরেজে অতিরিক্ত মুনাফায় আলু বিক্রি করা হয়। কোল্ড স্টোরেজে ৬০ কেজি আলুর ১ বস্তার ক্রয়মূল্য ছিল ৯৫০ টাকা, বস্তা প্রতি হিমাগার ভাড়া ৩২০ টাকা, লোডিং আনলোডিং চার্জ ২০ টাকা, পরিবহণ খরচ ৩০ টাকা, অন্যান্য খরচ ৩০ টাকাসহ প্রতি বস্তা আলুর মোট খরচ ১৩৫০ টাকা।

যা ২৫ শতাংশ লাভসহ বিক্রয় মূল্য হওয়ার কথা ১৬৮৭ টাকা (কেজি ২৮.১১ টাকা)। কিন্তু তারা বস্তা প্রতি বিক্রি করছে ২২৫০ টাকা (কেজি ৩৭.৫ টাকা)।
এদিকে, কৃষি বিপণন বিধিমালা অনুযায়ী পাইকারি পর্যায়ে যৌক্তিক সর্বোচ্চ ২৫ শতাংশ মুনাফায় আলু বিক্রি করতে পারেন। কিন্তু প্রতিষ্ঠানটি ৬৬.৬৭ শতাংশ লাভে আলু বিক্রি করছে। এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে অতিরিক্ত মুনাফা আদায়ের দায়ে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ভবিষ্যতে অতিরিক্ত মূল্যে আলু বিক্রি না করার ব্যাপারে সতর্ক করা হয়।

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া জানান, অতিরিক্ত মুনাফায় আলু বিক্রি করার দায়ে ওই প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করা হয়। আলুর বাজার স্থিতিশীলতা আনতে অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম, কৃষি বিপণন অধিদপ্তর বগুড়ার বাজার পরিদর্শক মো. আবু তাহের এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর