রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত
  • বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট
  • ২০২৫ সালে সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে
  • নাম ও পোশাক বদলাচ্ছে র‌্যাব
  • গণহত্যা মামলায় ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ

স্বরাষ্ট্রমন্ত্রী

এক ঘণ্টার পথ এখন ১০ মিনিটের

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪০

ফার্মগেট ও তেজগাঁও এলাকা থেকে বিমানবন্দরে যেতে ভোগান্তির কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগে ফার্মগেট বা তেজগাঁও থেকে বিমানবন্দর যেতে এক ঘণ্টা লাগতো, আর যানজটে পড়লে তো সময়ের কথা বলাই যেত না। আর এখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ১০ মিনিট লাগছে।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের কথা বলছেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখে আগামী প্রজন্ম গর্বভরে বাংলাদেশের কথা বলতে পারবে।

শনিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ১৫ বছরে আপনি বাংলাদেশকে যেভাবে আলোকিত করেছেন, বাংলাদেশের মানুষ মনে করে, দেশ এগিয়ে যাবে দুর্বার গতিতে। বাংলাদেশের অধিবাসী যারা বঙ্গবন্ধুকে স্মরণ করি, তেমনি আপনাদের দুই বোনকে হৃদয়ে ধারণ করি। ২০০৮ সালে প্রধানমন্ত্রী আপনি ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন, সেই ডিজিটাল বাংলাদেশ কতখানি আবশ্যকীয় সেটা আজ দেশবাসী দেখছে।

দেশের ক্রম উন্নয়নযাত্রা সম্পর্কে তিনি বলেন, ২০০৮ সালে মাথাপিছু আয় ছিল ৫৬০ ডলার, সেখান থেকে টেনে এদেশকে সম্ভাবনাময় দেশ তৈরি করেছেন। তার (প্রধানমন্ত্রী) ধমনিতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে। তিনি যে কথা দেন, সে কথা রাখেন, এজন্য ওনার জনপ্রিয়তা আকাশচুম্বি। যে হেনরি কিসিঞ্জার বলেছিলেন, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, সেই বাংলাদেশকে তারা বলছেন উন্নয়নের রোল মডেল। উন্নয়ন দেখতে তারাই বাংলাদেশকে দেখতে বলেছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে বিমানবন্দরের কাওলা প্রান্তে ফলক উন্মোচনের মাধ্যমে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যানজটে গতিহীন রাজধানী ঢাকার সড়ক গতিময় করতে এই মেগাপ্রকল্প বাস্তবায়ন করলেন বঙ্গবন্ধুকন্যা।

উড়াল সড়কটি উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

২০১১ সালের ১৯ জানুয়ারি প্রথম চুক্তি সইয়ের এক যুগ পরে নানা চড়াই-উৎরাই পেরিয়ে আলোর মুখ দেখলো এই প্রকল্প। শনিবার(২ সেপ্টেম্বর)  দ্বার খুললেও এ সড়কে যান চলাচল শুরু হবে রোববার(৩ সেপ্টেম্বর)  সকাল ছয়টা থেকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর