রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত
  • বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট
  • ২০২৫ সালে সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে
  • নাম ও পোশাক বদলাচ্ছে র‌্যাব
  • গণহত্যা মামলায় ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ

কমেছে পেঁয়াজ-মরিচের দাম

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৮

দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। কেজিতে কাঁচামরিচের দাম কমছে ৪০ টাকা। পেঁয়াজের দাম কেজিপ্রতি কমেছে ২ থেকে ৩ টাকা।

বর্তমানে প্রতি কেজি ভারতীয় কাঁচামরিচ খুচরাবাজারে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে এবং খুচরাবাজারে একটু খারাপ মানের ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৫০ টাকা দরে।

ভারত থেকে আমদানি অব্যাহত থাকার কারণেই কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কিছুটা কমলেও ক্রেতাদের মধ্যে কোনো স্বস্তি ফিরেনি। নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি তাদের। শনিবার(১ সেপ্টেম্বর) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে কাঁচাবাজার করতে আসা ইয়াছিন আরাফাত বলেন, দেশে প্রায় সব জিনিসপত্রের দামই বৃদ্ধি পেয়েছে। ১ হাজার টাকা নিয়ে বাজার করতে এলে মনের মতো তেমন কোনো কিছুই কিনতে পারি না। ডিমের দাম বেশি, কাঁচাবাজারেও আগুন লেগেছে। সেই সঙ্গে মসলার বাজারেও চড়া দাম।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, দুদিন থেকে পেঁয়াজ ৪৬ থেকে ৫০ টাকা দরেই বিক্রি হচ্ছে।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত থাকার কারণে কমতে শুরু করেছে দাম। বর্তমানে ১০০ টাকা কেজি দরেই কাঁচামরিচ বিক্রি হচ্ছে, যা গত দুদিন আগে বিক্রি হয়েছিল ১৩০ থেকে ১৪০ টাকা দরে।

হিলি কাস্টমসের তথ্যমতে, গত সপ্তাহের ৬ কর্মদিবসে ভারতীয় ১৮০ ট্রাকে ৫ হাজার ৩১৪ টন পেঁয়াজ এবং ৩১ ট্রাকে ২৬২ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর