প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৩, ১৬:২০
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণার উদ্বোধন করা হয়।
শনিবার(২ে৬ আগষ্ট) সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।স্মার্ট কর্ণার উদ্বোধন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেছেন, জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের কাছে ধর্না দিচ্ছে। তবে বিদেশি ইশারায় এদেশে ক্ষমতায় যাওয়া যায় না বলে সতর্ক করে দিয়ে তিনি বলেন, বিদেশি প্রভুরা তাদের ক্ষমতায় আনতে পারবে না। ক্ষমতায় আসতে হলে জনগণের কাছে যেতে হবে, জনগণের ভালোবাসা আদায় করতে হবে।
কবির বিন আনোয়ার তার বক্তব্যে আরো বলেন, আগামী নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী পরিচালনা করা হবে, স্বচ্ছতার সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন করে জনগণকে সঙ্গে নিয়ে সরকার গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন সৃষ্টি হয়েছে সেই উন্নয়ন অব্যাহত রাখা হবে।
তিনি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগকে সমর্থন করে, আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বাস করে। আগামী জাতীয় নির্বাচনে উৎসমুখর পরিবেশে আমরা ভোটের দিন ভোট দিবো। কে নির্বাচনে আসলো কে আসলো না সেটি আমাদের দেখার বিষয় না।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনে আমাদের ভোটারদের কাছে উন্নয়নের বার্তা নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে আমি বিশ্বাস করি যদি ভোটারদের সেই উন্নয়নের চিত্র তুলে ধরতে পারি আমরা অবশ্যই রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবো।
প্রধান অতিথি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণেই দেশের মানুষ ভালো আছে। আমাদের প্রধান কাজ হচ্ছে শেখ হাসিনার উন্নয়ন জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনসাধারণকে জানাতে হবে, শেখ হাসিনাই একমাত্র নেতা যিনি কথা দিলে কথা রাখেন। তিনি যা বলেন, তা করে দেখান। আমাদের অর্জনগুলো দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সে লক্ষ্য নিয়েই আমদের মাঠে কাজ করতে হবে।নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা এডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, হুমায়ুন কবির পাটোয়ারি, সৈয়দ সাইফুল হাসান পলাশ প্রমুখ। পরে শহরের টাউন হল মিলনায়তনে দলীয় নেতাকর্মীের সাথে মতবিনিময় করেন কবির বিন আনোয়ার।
মন্তব্য করুন: