প্রকাশিত:
১০ জুন ২০২৩, ১৫:৪৭
ফরিদপুরের মধুখালীতে দুই কোটি টাকা মূল্যের ৬টি সোনার বারসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দিয়ে আটকদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (১০ জুন) দুপুরে পাচারকারি দুইজনকে সোনার বারসহ আটক করা হয়। আটকরা হলেন- ফরিদপুর কোতোয়ালি থানার ভাটি কানাইপুর গ্রামের মলিন কুমার মালোর ছেলে শংকর কুমার মালো (৩৯) ও তালতলা গ্রামের রশিদ মোল্লার মেয়ে জামিলা পারভীন (২৫)।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাঝকান্দি এলাকা থেকে ৬টি সোনার বারসহ পাচারকারী দুজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ৬টি সোনার বারের ওজন ১ কেজি সাড়ে তিনশ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৮৫ হাজার ৮৫০ টাকা।
এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন: