রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত
  • বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট
  • ২০২৫ সালে সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে
  • নাম ও পোশাক বদলাচ্ছে র‌্যাব
  • গণহত্যা মামলায় ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ

বন্যায় চট্টগ্রামের ২ উপজেলায় ফসলের ক্ষতি ৫৮ কোটি টাকা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৩, ১২:০৮

সাম্প্রতিক বন্যায় নষ্ট হয়ে গেছে চন্দনাইশ-সাতকানিয়ার ৫ হাজার একর জমিতে চাষ করা বর্ষাকালীন সবজির ক্ষেত। এতে সবজি ভাণ্ডার হিসেবে খ্যাত দুই উপজেলার চাষিদের মুখে নেই হাসি।

গত ৪ আগস্ট থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণের ফলে নেমে আসা পাহাড়ি ঢল তছনছ করে দিয়েছে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার ৫ হাজার ১৬৪ একর বর্ষাকালীন সবজির ক্ষেত ও আউশ ধান ও আমনের বীজতলা। এতে দুই উপজেলার হাজার হাজার কৃষকের স্বপ্ন ভেঙে গেছে।

বন্যায় কৃষকদের প্রায় ৫৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

কৃষকরা ধারদেনা করে শঙ্খচরসহ চন্দনাইশ উপজেলার দুটি পৌরসভা ও ৭টি ইউনিয়ন এবং সাতকানিয়া উপজেলার ১টি পৌরসভা ও ১৭টি ইউনিয়নের অন্তত ১০ হাজার একর ফসলি জমিতে আগাম মৌসুমি সবজি বেগুন, মুলা, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, শসা ও ঢেঁড়স রোপণ করেছিলেন। কিন্তু ভয়াবহ বন্যায় সবকিছু তছনছ হয়ে যায়। এতে শঙ্খচরের কৃষকদের ৫৮ কোটি ৬৬ লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন সংশ্নিষ্টরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, বন্যায় দোহাজারী পৌরসভা, ধোপাছড়ি, বৈলতলী, বরমা, বরকল ও সাতবাড়িয়া ইউনিয়নে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি হয়েছে। বন্যায় চন্দনাইশের নিম্নাঞ্চলে যেসব সবজি, আউশ ও আমন ক্ষেত ছিল সিংহভাগই নষ্ট হয়ে গেছে। এরমধ্যে ১০৪০ হেক্টর সবজি, ১২০০ হেক্টর আউশ, ৪৫০ হেক্টর আমনের বীজতলা এবং ১৫ হেক্টর রোপা আমন ক্ষেত ছিল। এর আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ৩০ কোটি টাকা।

অন্যদিকে, সাতকানিয়া উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের তথ্যানুযায়ী, ২১২ হেক্টর সবজি, ৯৯৫ হেক্টর আউশ, ৫৮৭ হেক্টর আমনের বীজতলা এবং ৩০৫ হেক্টর রোপা আমন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ২৮ কোটি ৬৬ লাখ টাকার মত। 

শঙ্খচরের কৃষক সাতকানিয়ার উত্তর কালিয়াইশের মোজাম্মেল হক জানান, টানা ৪দিন ধরে পানির নিচে থাকায় সব সবজি ক্ষেত পচে নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, পানি কমে আসার পর ক্ষেতে গিয়ে দেখেন পলি ও বালু জমে তার ক্ষেতের অধিকাংশই ভরাট হয়ে গেছে। ক্ষেতে যেসব সবজি গাছ দেখা যাচ্ছে তাও মরে যাচ্ছে। বন্যায় পচে যাওয়ায় কৃষকদের চাষ করা ক্ষেতে আর কোনো সবজি পাওয়া যাবে না বলেও জানান তিনি।

শঙ্খচরের কৃষক উত্তর কালিয়াইশ গ্রামের নূর আহমদ বলেন, শঙ্খচরে খাজনায় নেওয়া জমিতে সদ্য মুলার চাষ করেছি। বর্তমানে পুরো ক্ষেতের উপর ১০ ফুট উচ্চতায় বালি ও পলি পড়ে গেছে। এ বন্যায় আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমাদের ঘুরে দাঁড়ানোর সামর্থও নেই। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন বলেন, চন্দনাইশে সবজি সহ আউশ ও আমনের বীজ তলা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা। এ ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকের বেশ কিছু দিন সময় লাগবে। 

তিনি বলেন, ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি অফিস সব সময় কৃষকের পাশে আছে। যে কোনো ধরণের সহায়তা দিতে আমরা প্রস্তুত আছি। 

সাতকানিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, এবারের বন্যায় সাতকানিয়া উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। ইতোমধ্যে এ সম্পর্কিত ক্ষয়ক্ষতির রির্পোট তৈরী করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। পরবর্তীতে কৃষি প্রণোদনা পাওয়া গেলে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করে তা বিতরণ করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর