রবিবার, ৬ই অক্টোবর ২০২৪, ২১শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পূর্বাঞ্চলে বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি: সিপিডি
  • অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
  • ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামালসহ গ্রেপ্তার ৪

পাঁচ বছরে ১০ কোটি কলেরা টিকা পাবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৩, ১৬:৫০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক

আগামী পাঁচ বছরে বাংলাদেশ ১০ কোটি কলেরা টিকা পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। 

সোমবার (০৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে 'জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান' সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, একটি ভালো খবর হচ্ছে, বাংলাদেশ যেহেতু টিকা ভালো মতো দিতে পেরেছে, বাংলাদেশের মানুষ যেহেতু টিকা ভালোভাবে নিয়েছে, সেই কারণে গ্যাভি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের ওপর খুশি। তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, আগামী পাঁচ বছরে তারা আমাদেরকে ১০ কোটি কলেরা ভ্যাকসিন দিবে। যা আমরা পাঁচ কোটি মানুষকে দিতে পারব। 

তিনি বলেন, ১০ কোটি কলেরা ভ্যাকসিন, যার মূল্য প্রায় ১০ হাজার কোটি টাকা। এই টিকা দিতেও আমাদের প্রায় ৬০০ কোটি টাকা খরচ হবে। এই টিকা তারা আমাদেরকে বিনামূল্যে দিবে। এটা একটা যুগান্তকারী কাজ হবে। আমরা কোভিডের ভ্যাকসিন দিয়েছি, ইনশাল্লাহ কলেরার ভ্যাকসিনও দিতে পারব। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা কিন্তু রোহিঙ্গাদেরও কলেরা টিকা দিয়েছি, ফলে রোহিঙ্গা ক্যাম্পে কলেরা কিংবা ডায়রিয়া সেভাবে ছড়ায়নি। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর