রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক পুনরুজ্জীবনের প্রথম ধাপ
  • দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি
  • তেজগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • চাটমোহরে শিশু জুঁই হত্যা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
  • বর্ষবরণে রমনায় মানুষের ঢল
  • রমনার বটমূলে সুরের মূর্ছনায় নতুন বছরকে বরণ
  • মেঘনা আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে
  • সকাল থেকে সোহরাওয়ার্দীতে মানুষের ঢল
  • ব্যবসার জন্য সেরা জায়গা বাংলাদেশ

নতুন চার বগি যুক্ত হচ্ছে সোনার বাংলায়

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৩, ১৩:১৯

চলতি মাসের ১৬ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেসে আরও ৪টি বাড়তি কোচ যুক্ত হবে। সোনার বাংলা এক্সপ্রেস আগে চলতো ১৪টি কোচে।

এখন চলবে ১৮ কোচে। যে ৪টি কোচ নতুনভাবে যুক্ত হচ্ছে তাতে ৩০৬ জন অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে।

একইদিন চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী বিজয় এক্সপ্রেসে যুক্ত হচ্ছে লাল সবুজের সোনার বাংলার অবমুক্ত কোচগুলো। বিজয় এক্সপ্রেস আগে চলতো চায়না সাদা বগিতে। ১৬ আগস্ট থেকে সোনার বাংলার অবমুক্ত ইন্দোনেশিয়ার নতুন কোচে চলাচল করবে। আগে বিজয় এক্সপ্রেসে ছিল ১৪টি কোচ, এখন চলবে ১৬ কোচে। বিজয় এক্সপ্রেসে বাড়তি ২টি কোচে শতাধিক যাত্রী পরিবহন করা যাবে।

রেলওয়ের পরিবহন সংশ্লিষ্টরা জানান, সোনার বাংলায় দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত যে মিটারগেজ কোচগুলো যুক্ত হবে সে কোচগুলো স্টেইনলেস স্টিল বডি, স্বয়ংক্রিয় স্লাইডিং ডোর, বায়ো-টয়লেট, স্বয়ংক্রিয় ঘোষণাসহ নানা ধরনের আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। নতুন কোচে যাত্রীদের ভ্রমণ হবে আরামদায়ক।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী তাপস কুমার দাস বলেন, ১৬ আগস্ট থেকে দক্ষিণ কোরিয়া হতে আমদানিকৃত আধুনিক নতুন কোচে চলাচল করবে সোনার বাংলা এক্সপ্রেস। একইসাথে সোনার বাংলার অবমুক্ত ইন্দোনেশিয়ার লাল সবুজের আধুনিক কোচে চলবে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসও।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বলেন, সোনার বাংলায় নতুন যেসব কোচ যুক্ত হবে সেগুলোর ট্রায়াল রান চলছে। ইতিমধ্যে ১৩টি নতুন কোচ পাহাড়তলী থেকে ফেনী পর্যন্ত ট্রায়াল দেওয়া হয়েছে। আগে সোনার বাংলায় ১৪টি কোচ ছিল। ১৪টি কোচে ৫৮৪জন যাত্রী যেতে পারতেন। এখন আরও ৪টি অতিরিক্ত কোচ যুক্ত হয়ে ১৮টি চলবে। বাড়তি ৪টি কোচে আরও ৩০৬ জন অতিরিক্ত যাত্রী সোনার বাংলায় যাতায়াত করতে পারবেন। 

চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেস এতোদিন চায়না সাদা বগিতে চলতো। ১৬ আগস্ট থেকে সোনার বাংলা ইন্দোনেশিয়ার লাল সবুজের আধুনিক কোচে চলবে। আগে বিজয় এক্সপ্রেস চলতো ১৪ কোচে। এখন চলবে ১৬ কোচে। বাড়তি ২টি কোচে আরও ১০০ জনের মতো অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে।   


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর