শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত
  • বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট
  • ২০২৫ সালে সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে
  • নাম ও পোশাক বদলাচ্ছে র‌্যাব
  • গণহত্যা মামলায় ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ

দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৩, ১৭:২৪

দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র তিস্তা সোলার লিমিটেডের উদ্বোধন করা হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবস্থিত এই সৌরবিদ্যুৎকেন্দ্রের ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে। বুধবার (২ আগষ্ট ) দুপুরে রংপুর জিলা স্কুলের মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে বিদ্যুৎকেন্দ্রটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলায় অনাবাদি চরের ৬৫০ একর জমিতে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করেছে বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো পাওয়ার লিমিটেড। এতে প্রতিষ্ঠানটি বিনিয়োগ করেছে প্রায় ৩০ কোটি (৩০০ মিলিয়ন) মার্কিন ডলার। গত বছরের ডিসেম্বর থেকে কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এ কেন্দ্র থেকে প্রতিদিন ২০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে।

বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ শুরু হয় ২০১৭ সালে। এতে সাড়ে পাঁচ লাখ সোলার প্যানেল বসানো হয়েছে। আর এখানে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে সুন্দরগঞ্জের তিস্তাপাড় থেকে রংপুর পর্যন্ত ১২২টি টাওয়ারের মাধ্যমে নির্মাণ করা হয়েছে ১৩২ কিলোভোল্টের ৩৫ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন। এ ছাড়া উপকেন্দ্র, ইনভার্টারসহ সব ধরনের যন্ত্রও স্থাপন করা হয়েছে। 

বন্যা ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে বিদ্যুৎকেন্দ্রটি রক্ষায় সেখানে বাঁধ নির্মাণ করা হয়েছে।

বিনিয়োগ উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর সফরে এসে উত্তরের মানুষে জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এই বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকল্পের বিষয়ে বেক্সিমকো পাওয়ারের চেয়ারম্যান শায়ান এফ রহমান বলেন, ‘বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর একটি রোডম্যাপ রয়েছে, যা নিয়ে সরকার কাজ করছে। অন্যদিকে বেক্সিমকো অনেক খাতে পথপ্রদর্শক। আমরা মনে করি, নবায়নযোগ্য জ্বালানির উৎস দেশের ভবিষ্যৎ জ্বালানির জন্য অনেক গুরুত্বপূর্ণ খাত হবে। তাই আমরা এই খাতে বিনিয়োগের সিদ্ধান্ত নিই।’

শায়ান এফ রহমান জানান, এই প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে তাঁরা দেশে প্রথম সুকুক বন্ড চালু করেন।

বেক্সিমকো গ্রুপ জানিয়েছে, তারা উত্তরবঙ্গে আরও একটি সৌরবিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর