সোমবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫, ৫ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • কাল শুরু হচ্ছে তিন দিনের সম্মেলন, যেসব ক্ষমতা চাইতে পারেন ডিসিরা
  • ‘এআই ব্যবহারে নৈতিক ও আইনি চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে’
  • আয়নাঘরেই আটকে রাখা হয়েছিল, চিনতে পারলেন নাহিদ ও আসিফ
  • যেসব এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস
  • জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ১৩ ফেব্রুয়ারি
  • সারা দেশে তাপমাত্রা বেড়ে কমবে শীত
  • জনতার ওপর হামলার ঘটনায় সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে
  • প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার
  • ডিসি-ইউএনওদের পদবি পরিবর্তনের সুপারিশ
  • বিচার বিভাগের অধীনে থাকবে মোবাইল কোর্ট

সানির পুত্রের সঙ্গে জুটি বাঁধছেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ জুলাই ২০২৩, ১৫:৫১

মঙ্গলবার(২৫ জুলাই) প্রকাশ্যে এসেছে একটি আদ্যোপান্ত রোম্যান্টিক ছবির প্রথম ঝলক। মুখ্যচরিত্রে দেখা যাচ্ছে দুই নতুন মুখ। দু’জনেই তারকাসন্তান। পরিচালকের আসনেও রয়েছেন তারকা-পুত্র।

‘দোনো’ ছবির মাধ্যমে শীঘ্রই বলিপাড়ায় আত্মপ্রকাশ করতে চলেছেন সানি দেওলের কনিষ্ঠ পুত্র রাজবীর দেওল। রাজশ্রী প্রোডাকশনস প্রযোজিত এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন বলি পরিচালক সুরজ বরজাতিয়ার পুত্র অবনীশ বরজাতিয়া।

‘দোনো’ ছবিতেই রাজবীরের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে পালোমা ধিলোঁকে। বলিপাড়ার বর্ষীয়ান অভিনেত্রী পুনম ধিলোঁর কন্যা তিনি।

১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সোহনী মহিবাল’ ছবিতে সানির সঙ্গে প্রথম অভিনয় করেছিলেন পুনম। সানির সঙ্গে পুনমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলেও জানা যায়।

সানি চেয়েছিলেন তাঁর পুত্র এবং পুনমের কন্যাও একসঙ্গে বড় পর্দায় তাঁদের কেরিয়ার শুরু করুক। তাই নিজে থেকেই পুনমের কাছে সেই প্রস্তাব দিয়েছিলেন সানি। অভিনেতার প্রস্তাবে রাজিও হয়ে যান পুনম।

১৯৯৫ সালের ১৫ নভেম্বর মুম্বইয়ে জন্ম পালোমার। তাঁর পুরো নাম পালোমা থাকেরিয়া ধিলোঁ। মুম্বইয়ের যমুনাবাঈ নার্সি স্কুলে পড়াশোনা করেন তিনি। স্কুলের গণ্ডি শেষ করে মুম্বইয়ের কলেজে ভর্তি হন পালোমা।

স্কুলে পড়াকালীন ফুটবলের প্রতি আগ্রহ ছিল পালোমার। ফুটবল নিয়েই কেরিয়ার গড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু ধীরে ধীরে অভিনয়ের প্রতি ঝুঁকে পড়েন তারকা-কন্যা।

কলেজে পড়াশোনার পাশাপাশি মডেলিং শুরু করেন পালোমা। ২৮ বছর বয়সি তারকা-কন্যা মায়ের পদাঙ্ক অনুসরণ করে অভিনয়ে নামার সিদ্ধান্ত নেন।

শুধু পালোমার মা-ই বলিউডের সঙ্গে যুক্ত ছিলেন না। তাঁর বাবা অশোক থাকেরিয়া ছিলেন বলিপাড়ার অন্যতম প্রযোজক। যদিও ১৯৯৭ সালে বিচ্ছেদ হয়ে যায় পুনম এবং অশোকের।

পালোমার ভাই অন্মোল থাকেরিয়া অভিনয়জগতের সঙ্গে যুক্ত। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘টিউসডেজ় অ্যান্ড ফ্রাইডেজ়’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল অন্মোলকে।

সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছিলেন পালোমা। ফুটবলের পাশাপাশি শরীরচর্চা নিয়েও আগ্রহ রয়েছে তাঁর। সমাজমাধ্যমে মাঝেমধ্যেই শরীরচর্চার ছবি এবং ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় তাঁকে।

অ্যাডভেঞ্চার স্পোর্টসও ভালবাসেন পালোমা। তারকাসন্তান হয়েও আলোর রোশনাই থেকে নিজেকে দূরে রেখেছিলেন তিনি।

নতুন ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর পালোমাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন বলিপাড়ার অনেকেই। অবনীশ বলেন, ‘‘পালোমার চনমনে হাবভাবের জন্যই শুটিং করার সময় মজা হত। ও খুব ভাল মেয়ে এবং দক্ষ অভিনেত্রী। রাজবীরের সঙ্গে ওর রসায়ন পর্দায় ভাল ফুটে উঠেছে।’’

বলিপাড়ায় পা রাখার আগেই নিজস্ব অনুরাগী মহল তৈরি করে ফেলেছেন পালোমা। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই তাঁর অনুরাগী সংখ্যা ৫০ হাজারের গণ্ডি পার করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর