মঙ্গলবার, ২০শে মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ক্ষমতার সাথে নীতির নেগোসিয়েশন সাদেক হোসেন খোকার উত্তরসূরীর মানায় না
  • যেভাবে ধৈর্যই বদলে দিতে পারে আপনার জীবন!গবেষকের বর্ণনা
  • ১৪ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস
  • প্রবাসীদের জন্য বিশাল সুখবর দিলো ইতালির দূতাবাস
  • চাকরির সুযোগ কমছে আবারও বেড়েছে দেশে বেকারত্বের হার
  • ঢাকাসহ ১৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা নদীবন্দরে সতর্কতা
  • পাকিস্তানে লস্কর নেতাকে গুলি করে হত্যা
  • বন্ধ হচ্ছে না ‘মব সন্ত্রাস’ বাড়ছে আতঙ্ক-উদ্বেগ
  • নগর ভবন এলাকা ‘ব্লকেড’, উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি
  • কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতির ভবিষ্যৎ- আশীর্বাদ নাকি অভিশাপ

নয় জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ মে ২০২৫, ১৬:১৮

এখনো নোয়াখালী, ফেনী, পটুয়াখালী, কক্সবাজার, লক্ষ্মীপুর এবং বান্দরবানসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টি হয়েছে, তবে স্বস্তি ফিরেনি। এদিকে জামালপুর, কুড়িগ্রাম, রংপুর, সিলেটসহ দেশের নয় জেলায় আগামী ২৪ ঘণ্টায় ঝড়সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে। ওই এলাকাগুলিতে বজ্রপাতের সতর্কতাও জানানো হয়েছে।

গত আট দিন ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হয়। অবশেষে সেখানে তপ্ত মাটিতে বৃষ্টি নামে। বৃহস্পতিবার ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা জনজীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে।

চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, জেলার আগামী কয়েক দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, উত্তপ্ত জেলা যশোরেও বৃষ্টি হয়েছে, তবে গরম এখনো অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই ঘণ্টা বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি মিললেও, শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়তে শুরু করেছে।

এদিকে, বৃহস্পতিবার জামালপুরের ইসলামপুরে কালবৈশাখীর কারণে ঘরবাড়ি ও গাছপালার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ছাড়াও পাকা ধান ও সবজির ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্তদের উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-একটি জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর