মঙ্গলবার, ২০শে মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ক্ষমতার সাথে নীতির নেগোসিয়েশন সাদেক হোসেন খোকার উত্তরসূরীর মানায় না
  • যেভাবে ধৈর্যই বদলে দিতে পারে আপনার জীবন!গবেষকের বর্ণনা
  • ১৪ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস
  • প্রবাসীদের জন্য বিশাল সুখবর দিলো ইতালির দূতাবাস
  • চাকরির সুযোগ কমছে আবারও বেড়েছে দেশে বেকারত্বের হার
  • ঢাকাসহ ১৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা নদীবন্দরে সতর্কতা
  • পাকিস্তানে লস্কর নেতাকে গুলি করে হত্যা
  • বন্ধ হচ্ছে না ‘মব সন্ত্রাস’ বাড়ছে আতঙ্ক-উদ্বেগ
  • নগর ভবন এলাকা ‘ব্লকেড’, উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি
  • কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতির ভবিষ্যৎ- আশীর্বাদ নাকি অভিশাপ

প্রকাশ্যে চিরকুটের নতুন অ্যালবামের প্রথম গান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ মে ২০২৫, ১২:০২

সম্পর্ক, মমতা ও ভালোবাসার জটিলতা ও সৌন্দর্যকে ছুঁতে এসেছে চিরকুট ব্যান্ডের নতুন গান ‘দামী’। এই গানটি ব্যান্ডের চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্রের’ প্রথম গান। চিরকুটে ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজে শোনা যাচ্ছে গানটি।

'তুমি যত পুরনো হবে, ততই আমার কাছে দামী' শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি এর কথা ও সুর করেছেন ব্যান্ডের ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি। গানটি নিয়ে সুমি বলেছেন ‘দামী’ গানটি ভালোবাসা ও মূল্যবোধের অনুরণনে গড়া। গানটা তাদের খুব প্রিয় গান এবং সেটি প্রকাশের পর তারা অনলাইনে ভালো সাড়াও পাচ্ছেন। এই গানের কথাগুলো সবাই নিজেদের সঙ্গে সম্পৃক্ত করতে পারছেন।

অ্যালবামের নাম ‘ভালোবাসাসমগ্র' দেওয়ার কারণ জানিয়ে সুমি বলেন, "ভালোবাসার চেয়ে শক্তিশালী কোনো শব্দ পৃথিবীতে নেই। আমরা এবার মনে করলাম পুরো অ্যালবামটাই ভালোবাসার গানে তৈরি করব। ভালোবাসার বহুমাত্রিকতা নিয়ে করা হয়েছে গানগুলো। প্রেমিক প্রেমিকার ভালোবাসা, স্রষ্টার প্রতি, মানুষে মানুষে ভালোবাসা, সম্পর্কের ভালোবাসা উঠে এসেছে গানের কথায়।

তিনি জানান, সারা পৃথিবীতে এমন সব অস্থিরতা চলছে, আমরা তো গানটাই পারি। গান দিয়ে যতটা শান্তির বার্তা, ভালোবাসার বার্তা দেওয়া যায়। সেই চিন্তা থেকেই এই অ্যালবাম।" ‘ভালোবাসাসমগ্র' অ্যালবামে আরও নয়টি গান আছে। সেগুলো খুব শিগগিরই প্রচার হবে।

‘দামী’ গানের সাউন্ড প্রোডাকশনে ছিলেন পাভেল আরিন, যিনি ড্রাম ও পারকাশনেও অবদান রেখেছেন। রিদম গিটার বাজিয়েছেন রায়হান ইসলাম শুভ্র এবং লিড গিটার ও ভয়েস হারমোনিতে আছেন দিব্য নাসের। বেজ গিটারে ছিলেন ইশমামুল ফারহাদ এলিন। গানটিতে ব্যাঞ্জো, ম্যান্ডোলিন, গিটার, ইউকুলেলে ও স্ট্রামটিক বাজিয়েছেন রায়হান আকন্দ প্রান্ত।

কিবোর্ড, হারমোনিয়াম ও ভায়োলিনে গানটিকে আরও সমৃদ্ধ করেছেন ইয়ার হোসেন। গানের মিক্স ও মাস্টারিং করেছেন ইফতে খায়রুল আলম শুভ (টিম লিড), ইয়ার হোসেন ও জাকির আহমেদ। গানটির ভিজ্যুয়াল আর্ট ও অ্যালবাম কভার ডিজাইন করেছেন রাকিব রহমান। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও চিত্রগ্রহণ করেছেন আবদুল্লাহ আল বকর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর