প্রকাশিত:
১৩ মে ২০২৫, ১২:২৬
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় সড়ক ও মহাসড়কে কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না।
গতকাল সোমবার দুপুরে বিদ্যুৎ ভবনে সড়ক ও রেল মন্ত্রণালয়ের ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ‘সড়ক-মহাসড়কে কোথাও গরুর হাট বসানো যাবে না। একই সঙ্গে হাটের গরু যেন সড়কের ওপর চলে না আসে সে বিষয়েও সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘বিগত সরকারের সময় যেসব অনিয়ম চলত ঈদের সময়, সেটা আমরা অনেক কমিয়ে আনতে পেরেছি। ঈদের সময় মানুষের যাতায়াত যেন আনন্দের এবং নিরাপদ হয় সে জন্য আমরা কাজ করছি। আশা করছি, এবারের ঈদ যাত্রায় ভালো কিছু উপহার দিতে পারব।’ ঈদের সময় টোল প্লাজাগুলোতে যানজট হয়—এমন প্রশ্নের বিষয়ে সেতু বিভাগের সচিব বলেন, ‘ঈদের আগেই সেতুগুলোতে দুটি করে লেন ইলেকট্রিক টোল সিস্টেম চালু করা হচ্ছে। যাতে করে গাড়িগুলো দ্রুত টোল দিয়ে চলে যেতে পারে।’
বাসভাড়া বাড়াতে চান মালিকরা, অন্যদের বিস্ময়: সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি এম এ বাতেন বলেন, ‘আমরা চেয়েছি ঈদের আগে সাত দিন ও ঈদের পরে সাত দিন যাত্রীপ্রতি ২০০ টাকা। স্থায়ী ভাড়া বৃদ্ধির কোনো বিষয় এখানে রাখি নাই। কোনো বাস যদি ঢাকা থেকে যাত্রীবোঝাই করে খুলনা নিয়ে যায়, তবে আসার সময় এক জন যাত্রীকেও আনতে পারে না। সেক্ষেত্রে যদি আমাদের এমন লস দিতে হয়, তাহলে একটি বাস ঈদের আগে যাবে এবং ঈদের পরে ছাড়া আসতে পারবে না। যদি এটি কনসিডার করা না হয়।’
মন্তব্য করুন: