প্রকাশিত:
১২ মে ২০২৫, ১৫:২২
বাংলাদেশের প্রবাসী আয় ইতিহাস গড়ে সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অর্থনীতিতে এনে দিয়েছে এক নতুন মাত্রা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই মাস থেকে ৭ মে পর্যন্ত দেশের প্রবাসীরা মোট ২৫.২৭ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮.২ শতাংশ বেশি। উল্লেখ্য, আগের বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল ১৯.৭২ বিলিয়ন ডলার।
শুধু মোট অঙ্কে নয়, মাসিক ভিত্তিতেও তা স্পষ্ট। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে, চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহেই এসেছে ৭৩.৫ কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যা ২২ শতাংশ বেশি।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যসহ ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের আয় বৃদ্ধি এবং হুন্ডি বন্ধে সরকারের নানা পদক্ষেপ এ রেমিটেন্স প্রবাহে বড় ভূমিকা রেখেছে।
দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে বিবেচিত প্রবাসী আয় নিয়ে সরকার ইতোমধ্যেই নানা প্রণোদনা চালু রেখেছে। ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে প্রবাসীরা পাচ্ছেন প্রণোদনার সুবিধা। পাশাপাশি ডিজিটাল হুন্ডি রোধে নেয়া হয়েছে কড়াকড়ি ব্যবস্থা।
এই রেকর্ড গড়া রেমিটেন্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় মেটানো ও টাকার মান স্থিতিশীল রাখার ক্ষেত্রে বড় সহায়ক হবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা।
অর্থনীতির বিশ্লেষণে দেখা যাচ্ছে, আগামী মাসগুলোতেও যদি এই ধারা অব্যাহত থাকে, তবে অর্থবছর শেষে রেমিটেন্স প্রবাহ নতুন এক মাইলফলকে পৌঁছাবে যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও বেগবান করবে।
মন্তব্য করুন: