মঙ্গলবার, ২০শে মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ক্ষমতার সাথে নীতির নেগোসিয়েশন সাদেক হোসেন খোকার উত্তরসূরীর মানায় না
  • যেভাবে ধৈর্যই বদলে দিতে পারে আপনার জীবন!গবেষকের বর্ণনা
  • ১৪ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস
  • প্রবাসীদের জন্য বিশাল সুখবর দিলো ইতালির দূতাবাস
  • চাকরির সুযোগ কমছে আবারও বেড়েছে দেশে বেকারত্বের হার
  • ঢাকাসহ ১৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা নদীবন্দরে সতর্কতা
  • পাকিস্তানে লস্কর নেতাকে গুলি করে হত্যা
  • বন্ধ হচ্ছে না ‘মব সন্ত্রাস’ বাড়ছে আতঙ্ক-উদ্বেগ
  • নগর ভবন এলাকা ‘ব্লকেড’, উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি
  • কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতির ভবিষ্যৎ- আশীর্বাদ নাকি অভিশাপ

এআই থেকে মুক্তি পেতে চান ব্রিটিশ তারকারা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১২ মে ২০২৫, ১৪:২৯

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই থেকে রক্ষা পেতে কপিরাইট আইন আপডেট করার জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন এলটন জন, ডুয়া লিপা, ইয়ান ম্যাককেলেন ও ফ্লোরেন্স ওয়েলচের মতো ব্রিটিশ তারকারা।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে লেখা চার শতাধিক ব্রিটিশ সংগীতশিল্পী, লেখক ও শিল্পীর স্বাক্ষর করা এক চিঠিতে বলা হয়েছে, যুক্তরাজ্য সরকার এই সুরক্ষা না দেওয়ার মানে হবে তাদের কাজ বিভিন্ন প্রযুক্তি কোম্পানির কাছে ‘বিলি’ করে দেওয়া। তারা লিখেছেন, “মৌলিক শিল্পের পাওয়ার হাউস হিসেবে যুক্তরাজ্যের অবস্থানও ঝুঁকির মধ্যে রয়েছে।”

তারা চান প্রধানমন্ত্রী যেন ডেটা ব্যবহার ও প্রবেশাধিকার বিলের সংশোধনীকে সমর্থন করেন, যাতে এআই মডেল প্রশিক্ষণের জন্য কপিরাইটওয়ালা উপাদান ব্যবহার করলে তা স্পষ্টভাবে জানানো যেন বাধ্যতামূলক হয় বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

সরকারের একজন মুখপাত্র বলেছেন, “আমরা চাই আমাদের মৌলিক শিল্প ও বিভিন্ন এআই কোম্পানি সমৃদ্ধ হোক। সে কারণেই আমরা এমন পদক্ষেপের একটি প্যাকেজ বিবেচনা করছি, যা উভয় সেক্টরের জন্যই কার্যকর হবে বলে আশা করছি আমরা। আমরা স্পষ্ট করে বলছি, শিল্পীদের জন্য এসব পরিবর্তন কার্যকর হবে। এ বিষয়ে পুরোপুরি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কোনো পরিবর্তন বিবেচনা করা হবে না।”

চিঠিতে স্বাক্ষর করা অন্যান্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন লেখক কাজুও ইশিগুরো, নাট্যকার ডেভিড হেয়ার, গায়িকা কেট বুশ ও গায়ক রবি উইলিয়ামসের পাশাপাশি ব্যান্ড কোল্ডপ্লে, নাট্যকার টম স্টপার্ড ও চিত্রনাট্যকার-পপরিচালক রিচার্ড কার্টিস। এর আগে, স্যার পল ম্যাকার্টনি জানুয়ারিতে বলেছিলেন, এআইয়ের মাধ্যমে শিল্পীদের কাজ চুরি হয়ে যাওয়া নিয়ে তিনি উদ্বিগ্ন। এই চিঠিতে তিনিও স্বাক্ষর করেছেন।

চিঠিতে লেখা রয়েছে, “আমরাই সম্পদ তৈরি করি, আমরাই জাতীয় বিভিন্ন গল্পকে তুলে আনি ও প্রচার করি, আমরাই ভবিষ্যতের উদ্ভাবক এবং আমাদের যতটা শক্তি ও কম্পিউটার দক্ষতার প্রয়োজন, কৃত্রিম বুদ্ধিমত্তারও ঠিক ততটাই প্রয়োজন।”

তারা বলেছেন, যুক্তরাজ্যে সরকার যদি হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস বিবান কিড্রনের প্রস্তাবিত সংশোধনীর পক্ষে সমর্থন দেয়, যেটি সোমবার হাউস অব লর্ডসের গুরুত্বপূর্ণ এক ভোটের জন্য উপস্থাপন করা হবে, তাহলে এআই নিয়ে তাদের উদ্বেগ দূর হতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর