প্রকাশিত:
১০ মে ২০২৫, ১৮:০৬
কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই আলোচনার মূল উদ্দেশ্য ছিল-দুই দেশের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানো এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজা।
আজ ১০ মে শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, রুবিও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে পৃথকভাবে টেলিফোনে কথা বলেন।
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আলোচনায় রুবিও বলেন, ভবিষ্যতে সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত এবং প্রয়োজনে সহায়তা দিতে আগ্রহী। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে ফোনালাপে রুবিও দ্বিপক্ষীয় উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্বারোপ করেন এবং উভয় দেশকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের এই কূটনৈতিক উদ্যোগ এমন এক সময় এসেছে, যখন জম্মু-কাশ্মীরের রাজৌরিতে পাকিস্তানি গোলাবর্ষণে ভারতের একজন সিনিয়র সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন এবং সীমান্তজুড়ে গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা বাড়ছে।
মন্তব্য করুন: