প্রকাশিত:
১০ মে ২০২৫, ১৬:৫০
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের বিষয়ে আলোচনা করতে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থা কার্টার সেন্টার।
বৃহস্পতিবার (৮ মে) বিকাল সাড়ে ৫টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশগ্রহণকারীরা অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক প্রক্রিয়া ও অংশগ্রহণমূলক নির্বাচনের সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করেন।
কার্টার সেন্টারের ডেমোক্রেসি প্রোগ্রামের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জোনাথন স্টোনস্ট্রিটের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন সিনিয়র অ্যাসোসিয়েট ডাইরেক্টর তারা শরিফ, মাইকেল বালদাসারো, সাইরাহ জাহেদি, ড্যানিয়েল রিচার্ডস এবং কাজী শহীদুল ইসলাম।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন দলের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের। প্রতিনিধি দলে আরও ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএমা মা’ছুম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।
উল্লেখ্য, কার্টার সেন্টার ১৯৮০ সালের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে গণতান্ত্রিক নির্বাচন পর্যবেক্ষণ করে আসছে।
মন্তব্য করুন: