প্রকাশিত:
৮ জুন ২০২৩, ১৬:৪৬
সাবেক অতিরিক্ত বিচারপতি এবিএম আলতাফ হোসেনকে হাইকোর্টে ওই পদে স্থায়ী নিয়োগ না দেওয়া প্রশ্নে করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ১৪ জুন রায়ের দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ৮ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।
২০১২ সালের ১৩ জুন এ বিএম আলতাফ হোসেনসহ ৬ জনকে দুই বছরের জন্য হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। পরে বিধি অনুযায়ী ২০১৪ সালে তাদের মধ্যে থেকে ৫ জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বাদ পড়েন এবিএম আলতাফ হোসেন। এরপর ২০১৪ সালে আলতাফ হোসেনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমান এবং এবিএম আলতাফ হোসেন হাইকোর্টে পৃথক রিট দায়ের করেন। ওই বছরের ২৪ সেপ্টেম্বর দুটি রিট আবেদনই খারিজ করেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন এবিএম আলতাফ হোসেন। আজ ওই আবেদনের শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ।
মন্তব্য করুন: