রবিবার, ৬ই অক্টোবর ২০২৪, ২১শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
  • ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামালসহ গ্রেপ্তার ৪
  • চুক্তিতে খাদ্য সচিব হলেন ইলাহী দাদ খান

নমামি গঙ্গা প্রজেক্টের কাছে ভয়াবহ বিস্ফোরণ!

উত্তরাখণ্ডে গোটা ব্রিজ বিদ্যুৎস্পৃষ্ট, নিহত কমপক্ষে ১৫

ডেক্স রিপোর্ট

প্রকাশিত:
১৯ জুলাই ২০২৩, ১৫:১৭


রাজ্যের এডিজিপি ভি মুরুগেসান জানিয়েছেন, একটি প্রকল্পে কাজ চলছে। এখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশ সাব-ইন্সপেক্টর এবং তিনজন হোমগার্ড সদস্যও রয়েছেন। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে

মৃতদের মধ্যে পুলিশকর্মী এবং হোমগার্ডও রয়েছেন৷ জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তিরা প্রত্যেকেই নমামি গঙ্গা প্রজেক্ট সাইটে কাজ করছিলেন৷ ঘটনায় আহত কমপক্ষে ২১ জন, তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি৷ কী ভাবে এই ঘটনা ঘটল, তা নির্ণয় করতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি৷

স্থানীয় সূত্রের খবর, ট্রান্সফরমার বিস্ফোরণে একটি গোটা সেতু বিদ্যুৎবাহী (ইলেক্ট্রিফায়েড) হয়ে যায়৷ চামোলি জেলার অলকানন্দা নদীর উপরে থাকা এই সেতুটি নমামি গঙ্গা প্রকল্পের অন্তর্ভুক্ত ছিল৷ গোটা সেতুটি বিদ্যুৎবাহী হয়ে যাওয়ায় সেই সেতুর উপরে কর্মরত প্রত্যকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার সঙ্গে আটকে যান বলে খবর৷ ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়৷ এখন সেখানে উদ্ধার কাজ শুরু হয়েছে।

উত্তরখণ্ডের এডিজিপি ভি মুরুগেসান জানিয়েছেন, একটি প্রকল্পের কাজ চলছিল। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশ সাব-ইন্সপেক্টর এবং তিনজন হোমগার্ড সদস্যও রয়েছেন। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এসপি পরমেন্দ্র ডোভাল বলেন, ‘‘অলকানন্দা নদীর তীরে ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়েছে। আহতদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’’ অন্যদিকে, উর্জা নিগমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন এলাকাবাসী।


স্বাস্থ্যমন্ত্রী ধন সিংও চামোলিতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আহতদের হেলিকপ্টারে করে শ্রীনগর হাসপাতালে আনা হবে। ঘটনাস্থলে যেতে পারেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি৷


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর