প্রকাশিত:
২৫ মার্চ ২০২৫, ১৭:৪৫
যুদ্ধবিরতির পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় প্রায় ৮০০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বোমা হামলা শুরুর পর থেকে গত এক সপ্তাহে ৭৯২ জন নিহত হয়েছেন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ৬২ জন।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলা পুনরায় শুরু হওয়ার পর থেকে ৭৯২ জন নিহত এবং ১,৬৬৩ জন আহত হয়েছেন।
যার ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মোট মৃতের সংখ্যা ৫০,১৪৪ জনে দাঁড়িয়েছে।
প্রায় দুই মাস যুদ্ধবিরতি চলার পর গত মঙ্গলবার থেকে গাজায় আবার হামলা শুরু করেছে ইসরায়েল। এর মধ্যে ইসরায়েলের আক্রমণ আরো বিস্তৃত হয়েছে বলে গাজার বাসিন্দারা জানিয়েছেন।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার খান ইউনিস ও রাফায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।
মন্তব্য করুন: