প্রকাশিত:
২৪ মার্চ ২০২৫, ১৪:১৩
প্রিয়জনের টানে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। ভিড় এড়িয়ে আগেভাগেই সাচ্ছন্দকে বেছে নিচ্ছেন অনেকে। এবার ঈদযাত্রায় চলবে ১০টি বিশেষ ট্রেন। শিডিউল ঠিক থাকায় এবং অনলাইনে টিকেট কাটতে পেরে স্বস্তিতে ট্রেন ভ্রমন করছে ঘরমুখী মানুষ।
ঈদের এখনো সপ্তাহখানেক বাকি। কিন্তু ছুটি থাকায় বাড়ি ফিরতে অনেকে ভিড় করছেন বাস কাউন্টারগুলোতে। অনেকে চাপ সামলাতে পরিবার পরিজনকে আগেভাগেই পাঠিয়ে দিচ্ছেন গন্তব্যে। তবে, হাতে আরও সময় থাকায় কাউন্টারগুলোতে নেই বাড়তি চাপ।
আজ (২৪ মার্চ) থেকে ট্রেনে ঈদের আগাম টিকেট কাটা যাত্রীরা বাড়ি ফিরতে শুরু করেছে। অনলাইনে টিকেট কাটায় বাড়তি ভোগান্তি নেই। ঠিক আছে ট্রেনের শিডিউলও।
স্কুল কলেজ ছুটি থাকায় নানুবাড়ি-দাদুবাড়ি যাওয়ার অন্য রকম আনন্দে শিশু-কিশোররা। অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে এবার ঈদে ১০টি বিশেষ ট্রেন চলবে জানিয়েছন ট্রেন কর্তৃপক্ষ।
মন্তব্য করুন: