প্রকাশিত:
২২ মার্চ ২০২৫, ১২:২৬
রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকার ইয়াবাসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় এক লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ একটি নতুন গাড়ি জব্দ করা হয়।
শনিবার (২২ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপপরিচালক শামীম আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, 'এ অভিযানে মাদক পাচারের একটি বড় সিন্ডিকেটের সন্ধান পাওয়া গেছে।
গ্রেপ্তারদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।'
মন্তব্য করুন: