শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
  • শুক্রবার ব্যাংককে ড. ইউনূস ও মোদির মধ্যে বৈঠক হতে পারে
  • বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা 
  • শিক্ষাপ্রতিষ্ঠান শুধু শেখার জায়গা নয়, স্বপ্ন দেখারও জায়গা
  • এশিয়ার দেশগুলির ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত
  • ৯০ দিনের মধ্যে স্টারলিংক বাণিজ্যিকভাবে চালুর নির্দেশ
  • মহান স্বাধীনতা দিবসে এবার যেসব কর্মসূচি পালিত হবে 
  • ৩ এপ্রিল ছুটি থাকলেও যেসব সরকারি প্রতিষ্ঠান খোলা থাকবে
  • রাষ্ট্রের প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো যাবে না
  • ৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত

অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে রহস্যময় ফেনা, গায়ে লাগলেই অসুস্থ হয়ে পড়ছে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
২০ মার্চ ২০২৫, ১৫:১২

দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর এডিলেডের সমুদ্র সৈকতে বিষাক্ত ঘন ফেনা দেখা দিয়েছে। এই ফেনা গায়ে লাগলেই অসুস্থ হয়ে পড়ছে মানুষ। এখন পর্যন্ত ১০০ জনেরও বেশি সার্ফারকে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।
সাউথ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের রাজধানী এডিলেড থেকে ৮৫ কিলোমিটার দক্ষিণে ওয়েটপিঙ্গা ও পারসন্সসহ বেশ কয়েকটি সমুদ্র সৈকত গত কয়েকদিন ধরে হলুদ রঙের ঘন ফেনায় ঢেকে রয়েছে। 

সাউথ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের রাজধানী এডিলেড থেকে ৮৫ কিলোমিটার দক্ষিণে ওয়েটপিঙ্গা ও পারসন্সসহ বেশ কয়েকটি সমুদ্র সৈকত গত কয়েকদিন ধরে হলুদ রঙের ঘন ফেনায় ঢেকে রয়েছে। 

এদিকে সীড্রাগন, মাছ ও অক্টোপাসের মতো হাজারও মৃত সামুদ্রিক প্রাণী উপকূলে ভেসে আসছে। সার্ফারদের অসুস্থতা ও সামুদ্রিক প্রাণীর মৃত্যুর জন্য রহস্যময় এই ফেনাকেই দায়ী করা হচ্ছে। এমন পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় সৈকত।

ভারত মহাসাগরের কোল ঘেঁষে দক্ষিণ অস্ট্রেলিয়ার একাধিক সমুদ্র সৈকতে সম্প্রতি রহস্যজনক বিষাক্ত ফেনা ছড়িয়ে পড়ে। এর ছোঁয়ায় স্থানীয় বাসিন্দাদের অনেকেই অসুস্থ হয়ে পড়ায় ওই অঞ্চলে আতঙ্ক দেখা দেয়।

সাউথ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের রাজধানী এডিলেড থেকে ৮৫ কিলোমিটার দক্ষিণে ওয়েটপিঙ্গা ও পারসন্সসহ বেশ কয়েকটি সমুদ্র সৈকত গত কয়েকদিন ধরে হলুদ রঙের ঘন ফেনায় ঢেকে রয়েছে। এতে গভীর সমুদ্র থেকে ভেসে আসে অসংখ্য মরা মাছসহ নানান প্রজাতির সামুদ্রিক প্রাণী।

সার্ফিং করতে আসা পর্যটকদের কাছে অঞ্চলটি অত্যন্ত জনপ্রিয়। এখন পর্যন্ত সমুদ্রে নেমে শতাধিক সার্ফার অসুস্থ হয়েছেন। সুমদ্রে নেমে বিষাক্ত ঘন ফেনায় ভিজে অনেকেই ঝাপসা দৃষ্টি, চোখ চুলকানো, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা গ্রহণ করছেন।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নাগরিকদের নিরাপত্তায় অনির্দিষ্ট কালের জন্য জনপ্রিয় সমুদ্র সৈকতগুলো বন্ধ ঘোষণা করেছে। গবেষণা ও পরীক্ষার জন্য বিষাক্ত ফেনার নমুনা এডিলেডে নিয়েছে কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞদের মতে, গরম তাপমাত্রা, স্থির জলরাশী আর চলমান সামুদ্রিক তাপপ্রবাহের কারণে গভীর সমুদ্রে এই ফেনার সৃষ্টি হতে পারে। এ ধরণের পরিবেশ বিপর্যয় এর আগে দেখেনি এই এলাকার বাসিন্দারা।

স্থানীয় সার্ফার অ্যান্থনি রোল্যান্ড সমুদ্র সৈকতে ভেসে আসা মৃত সামুদ্রিক প্রাণীর ছবি অনলাইনে পোস্ট করেছেন। এসব প্রাণীর মধ্যে রয়েছে সীড্রাগন, নানা প্রজাতির মাছ ও অক্টোপাস। তিনি বলেন, ‘পানিতে অদ্ভুত কিছু আছে তার দৃশ্যমান প্রমাণ রয়েছে।’

সৈকতের পাথরের ওপর ফেনা বুদবুদ হয়ে উঠছে এবং বালিতে সাপের মতো রঙিন রেখা তৈরি করছে। রোল্যান্ড বলেন, ‘কিছু ফেনার বুদবুদে কিছুটা রংধনুর আভা রয়েছে।’ সপ্তাহান্তের ছুটিতে পানিতে নেমে তার শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয় বলেও জানান এই সার্ফার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর