প্রকাশিত:
১৯ মার্চ ২০২৫, ১৫:১৮
নাম পাল্টেছেন, পাল্টেছেন গায়ের রং, তবু সন্তুষ্ট নন। এবার পাল্টাতে চান বসবাসের ঠিকানা, তাও কাছে পিঠে নয়, আমেরিকা থেকে চলে যেতে চান সুদূর আফ্রিকা! এমনই দাবি এক মার্কিন মডেলের। আর এই দাবির নেপথ্যের কারণ আরও অবাক করা। জন্মসূত্রে মার্কিন হলেও তিনি নাকি নিজেকে আফ্রিকান বলেই মনে করেন। আর তাই বসবাস করতে চান আফ্রিকায়।
৩৬ বছর বয়সি ওই মডেলের প্রকৃত নাম মার্টিনা বিগ। এখন তিনি অবশ্য নিজের নাম বদলে রেখেছেন মালাইকা। মার্টিনা আদতে ছিলেন শ্বেতাঙ্গ। এমনকী চুলের রং পর্যন্ত ছিল সোনালী। কিন্তু নিজের শরীর নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। মডেলিং ক্যারিয়ারও খুব একটা গতি পায়নি। শেষ পর্যন্ত মার্টিনা ঠিক করেন তিনি কৃষ্ণাঙ্গ হবেন। যেমন ভাবা তেমন কাজ। মেলানিন নামের একটি উপাদান সমৃদ্ধ ইনজেকশন নিতে শুরু করেন তিনি। এই মেলানিন এর আধিক্যের কারণেই মানুষের গায়ের রং শ্যাম বর্ণের হয়। ক্রমাগত ইনজেকশন নিয়ে নিজের গায়ের রং সম্পূর্ণ বদলে ফেলেছেন মডেল। শুধু এতেই ক্ষান্ত হননি। মুখ এবং শরীরের গঠন আফ্রিকানদের মতো করার জন্য প্লাস্টিক সার্জারির মাধ্যমে নাক এবং নিতম্বের আকারও বদলে ফেলেছেন তিনি।
সমাজমাধ্যমে সম্প্রতি মডেল জানিয়েছেন, কেনিয়া অথবা নাম্বিবিয়ার মধ্যে যে কোনও একটি দেশে যাওয়ার কথা ভাবছেন তিনি। সঙ্গে যাবেন তাঁর স্বামী মাইকেল গ্রব। সমাজমাধ্যমে নিজের শখের কথা জানাতেই হাজারে হাজারে কটাক্ষ ভেসে এসেছে মালাইকার প্রতি। কেউ কটাক্ষ করে তাঁকে ‘মেকি কৃষ্ণাঙ্গ’ বলছেন, কারও দাবি, যতই ইনজেকশন নিন, একজন শ্বেতাঙ্গ কখনওই এভাবে কৃষ্ণাঙ্গ হতে পারেন না। তবে মডেল নিজে অবশ্য এসব কথায় কান দিতে নারাজ। তাঁর দাবি, আফ্রিকা এবং আফ্রিকার মানুষের প্রতি অসম্ভব ভালবাসা আছে তাঁর। আর আফ্রিকাতে তাঁর প্রচুর অনুরাগীও আছে, কাজেই আফ্রিকায় তিনি যাবেনই।
মন্তব্য করুন: