শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
  • শুক্রবার ব্যাংককে ড. ইউনূস ও মোদির মধ্যে বৈঠক হতে পারে
  • বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা 
  • শিক্ষাপ্রতিষ্ঠান শুধু শেখার জায়গা নয়, স্বপ্ন দেখারও জায়গা
  • এশিয়ার দেশগুলির ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত
  • ৯০ দিনের মধ্যে স্টারলিংক বাণিজ্যিকভাবে চালুর নির্দেশ
  • মহান স্বাধীনতা দিবসে এবার যেসব কর্মসূচি পালিত হবে 
  • ৩ এপ্রিল ছুটি থাকলেও যেসব সরকারি প্রতিষ্ঠান খোলা থাকবে
  • রাষ্ট্রের প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো যাবে না
  • ৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত

আলিয়াকে কে চিনত

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৫ মার্চ ২০২৫, ১১:৩১

এক যুগ আগে আলিয়া ভাটের প্রথম সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ যখন মুক্তি পায়, তখন বিস্তর সমালোচনা হয়। তবে গত ১৩ বছরে নিজেকে ভিন্নভাবে প্রমাণ করেছেন। আজ অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে এএফপি ও ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ‘অচেনা’ আলিয়ার বিস্তারিত।

চিত্রনাট্য, অভিনয় ও পরিচালনা—‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর প্রতিটি দিক নিয়েই প্রশ্ন তুলেছিলেন সমালোচকেরা। প্রশ্ন তুলেছিলেন আলিয়া ভাটকে নিয়েও। একে তো তিনি তারকা পরিবারের সন্তান, সঙ্গে অভিষেক হয়েছে করণ জোহরের সিনেমা দিয়ে; তাঁকে নিয়ে বিতর্ক না হয়ে পারে! তবে ওই সিনেমায় আলিয়ার অভিনয়ের দক্ষতা প্রশ্ন তোলার মতোই ছিল।

তবে আলিয়া যে অন্য অনেকের চেয়ে আলাদা, এর প্রমাণ পাওয়া যায় তাঁর পরের সিনেমা ‘হাইওয়ে’-তেই। ইমতিয়াজ আলীর সিনেমায় হাজির হয়ে রীতিমতো চমকে দেন অভিনেত্রী। প্রায় মেকআপ ছাড়া পর্দায় হাজির হন, সিনেমাটির বিভিন্ন কঠিন দৃশ্যও সাবলীলভাবে উতরে যান।

এরপর আলিয়া ভাট নানা ধরনের সিনেমা করেছেন। যেগুলোর বেশির ভাগই মূলধারার বলিউড সিনেমা। এর মধ্যে কয়েকটি সিনেমার নাম হয়তো তিনি নিজেই ভুলে যেতে চাইবেন। তবে প্রথম সারির নির্মাতার সঙ্গে, একটু ভিন্ন মেজাজের সিনেমায় অভিনয়ের আগ্রহ বরাবরই দেখা গেছে।

গত এক যুগে ইমতিয়াজ আলী, মেঘনা গুলজার, জোয়া আখতার, সঞ্জয় লীলা বানসালি, অয়ন মুখোপাধ্যায়, অভিষেক চৌবে ও এস এস রাজামৌলির মতো প্রথম সারির নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন আলিয়া। এর মধ্যেই আলিয়া সেরা অভিনেত্রী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন, ছয়বার পেয়েছেন ফিল্মফেয়ারের ব্ল্যাকলেডি।
অভিষেকের এক দশক পর আলিয়ার অভিনয়ের দক্ষতা, মূলধারার সিনেমার পাশাপাশি ভিন্ন ধরনের সিনেমায় অভিনয় নিয়ে অনেক কথা হয়। গত বছর ‘হার্ট অব স্টোন’ দিয়ে হলিউডে অভিষেক হয়েছে তাঁর। এটিও তাঁর পালকে নতুন মুকুট যুক্ত করেছে। তবে আলিয়ার একটি দিক নিয়ে কেউ সেভাবে কথা বলেন না, সেটি হলো তাঁর প্রযোজক সত্তা।

২০২২ সালে ‘ডার্লিংস’ সিনেমা দিয়ে প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেন আলিয়া ভাট। প্রথম সিনেমা দিয়েই সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়ান। বিষয় নির্বাচন ও নতুন নির্মাতাদের সুযোগ দেওয়াসহ নানা বিষয়ে অভিনেত্রী প্রশংসিত হন।

তবে এখানেই শেষ নয়, এখন তাঁর প্রশংসা করতে হবে ‘পোচার’-এর জন্যও। অনেক সমালোচকের মতো রিচি মেহতার সিরিজটি ভারতের অন্যতম সেরা কনটেন্ট। কিন্তু আপনি জানেন কি, বহুল প্রশংসিত এ সিরিজের নির্বাহী প্রযোজক আলিয়া ভাট! গত বছর মুক্তি পাওয়া ‘জিগরা’ সিনেমারও সহপ্রযোজক ছিলেন আলিয়া। সিনোমটি হিট না হলেও প্রযোজক হিসেবে আলিয়ার ভিন্ন কিছু করার চেষ্টা প্রশংসিত হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর