প্রকাশিত:
১৩ মার্চ ২০২৫, ১৩:১৭
সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণির মর্যাদা অনুসারে ১০ গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।
রাষ্ট্রপক্ষের রিভিউ নিষ্পত্তিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন।
হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগ এই রায় দেন। আদালতে শিক্ষকদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন।
তিনি জানান, ২০১৪ সালের ৯ মার্চ থেকে এই মর্যাদা অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
মন্তব্য করুন: