প্রকাশিত:
১২ মার্চ ২০২৫, ১৫:৪৩
গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। বুধবার সকাল ৯টা থেকে উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকায় শ্রীপুর-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক খান টেক্স লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা অবরোধ করে রাখেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, দুই মাস ধরে বেতন পাচ্ছে না তারা। বেতন দেওয়া টালবাহানা করছে কারখানা কর্তৃপক্ষ। এ ছাড়া শ্রমিকদের ছুটির টাকা ও নারীদের মাতৃত্বকালীন টাকা বকেয়া আছে। শ্রমিকেরা ঈদ বোনাস কবে দেওয়া হবে, সে বিষয়ে সুস্পষ্ট ঘোষণা চান তারা।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করার ঘোষণা দিয়েছেন।
আন্দোলনকারী শ্রমিক রুকসানা আক্তার বলেন, ‘জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাসের দাবিতে আমরা রাস্তা অবরোধ করেছি। আমাদের যৌক্তিক দাবি মেনে নিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে দুই কিলোমিটার পাড়ি দিয়ে সড়কে এসে বিক্ষোভ করতে হচ্ছে।’
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের শ্রীপুর সাব জোন ইনচার্জ মো. আবদুল লতিফ বলেন, শ্রমিকেরা আন্দোলন করছেন। এ বিষয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে।
মন্তব্য করুন: