শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
  • শুক্রবার ব্যাংককে ড. ইউনূস ও মোদির মধ্যে বৈঠক হতে পারে
  • বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা 
  • শিক্ষাপ্রতিষ্ঠান শুধু শেখার জায়গা নয়, স্বপ্ন দেখারও জায়গা
  • এশিয়ার দেশগুলির ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত
  • ৯০ দিনের মধ্যে স্টারলিংক বাণিজ্যিকভাবে চালুর নির্দেশ
  • মহান স্বাধীনতা দিবসে এবার যেসব কর্মসূচি পালিত হবে 
  • ৩ এপ্রিল ছুটি থাকলেও যেসব সরকারি প্রতিষ্ঠান খোলা থাকবে
  • রাষ্ট্রের প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো যাবে না
  • ৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত

নাসার প্রধান বিজ্ঞানীকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ মার্চ ২০২৫, ১৫:০৭

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ অনুযায়ী জলবায়ু পরিবর্তন গবেষণাকে দুর্বল করার প্রশাসনিক পদক্ষেপের ধারাবাহিকতায় নাসা মঙ্গলবার তার প্রধান বিজ্ঞানী ও অন্য আরো কয়েকজনকে বরখাস্তের ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এই ঘোষণা দেওয়া হয়।

এই পদক্ষেপ কেবল ২৩ জনের ওপর কার্যকর হয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। তবে আরো কর্মী ছাঁটাই করা হবে বলে একজন মুখপাত্র ইঙ্গিত দিয়েছেন।

প্রথম ধাপে প্রধান বিজ্ঞানীর কার্যালয়কে বন্ধ করা হয়েছে, যার পরিচালনায় রয়েছেন বিখ্যাত জলবায়ুবিদ ক্যাথরিন ক্যালভিনের শীর্ষ। ক্যালভিন জাতিসংঘের জলবায়ু প্রতিবেদনে অবদান রাখেন। তাকে ও আরো কয়েকজন মার্কিন প্রতিনিধিকে গত মাসে চীনে একটি প্রধান জলবায়ু বিজ্ঞান সভায় যোগদান করতে দেওয়া হয়নি।

সংস্থার মুখপাত্র শেরিল ওয়ার্নার বলেছেন, ‘আমাদের কর্মীবাহিনীকে সর্বোত্তম করার জন্য এবং একটি নির্বাহী আদেশ মেনে নাসা তার পর্যায়ক্রমে শক্তি হ্রাসের পদ্ধতি শুরু করছে, যা আরআইএফ নামে পরিচিত।

তিনি আরো বলেন, ‘কয়েকজন ব্যক্তি ১০ মার্চ বিজ্ঞপ্তি পেয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা নাসার আরআইএফ- এর অংশ।’এ ছাড়াও অফিস অফ টেকনোলজি, পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি এবং অফিস অফ ডাইভারসিটি, ইক্যুইটি, ইনক্লুশনের ডাইভারসিটি, ইক্যুইটি, ইনক্লুশন এবং অ্যাক্সেসিবিলিটি শাখা বাদ দেওয়া হয়েছে।

জানা গেছে, ট্রাম্পের মনোনীত নাসা প্রধান জ্যারেড আইজ্যাকম্যানের শেষ মুহূর্তের হস্তক্ষেপের কারণে নাসা এখনও পর্যন্ত অন্যান্য সংস্থাগুলোকে প্রভাবিত করে এমন ছাটাই এড়াতে পেরেছে।

ই-পেমেন্ট বিলিয়নেয়ার ও স্পেস এক্স গ্রাহক জ্যারেড আইজ্যাকম্যানকে ট্রাম্পের মূল উপদেষ্টা ও ফেডারেল খরচ কমানোর প্রচেষ্টার স্থপতি ইলন মাস্কের ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়।
জলবায়ু গবেষণায় নাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহের একটি বহর পরিচালনা, বায়ুবাহিত ও স্থলভিত্তিক গবেষণা পরিচালনা, অত্যাধুনিক জলবায়ু মডেল তৈরি এবং গবেষক ও জনসাধারণকে ওপেন-সোর্স ডেটা সরবরাহ করার মাধ্যমে এটি ভূমিকা রাখে।

ট্রাম্প ইতোমধ্যেই জলবায়ু পরিবর্তনকে ‘জালিয়াতির কারবার’ বলে অভিহিত করেছেন এবং জাতিসংঘ ও জলবায়ু বিজ্ঞানের প্রতি ঘৃণা প্রকাশ করে দ্বিতীয়বারের মতো প্যারিস চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন।

ট্রাম্প প্রশাসন দেশের আরেকটি গুরুত্বপূর্ণ জলবায়ু সংস্থা ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)-এর শত শত কর্মচারী বরখাস্ত করেছে এবং আরও ছাঁটাইয়ের আশঙ্কা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর