প্রকাশিত:
১২ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:১৫
দেশের কয়েকটি স্থানে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আজ (১১ ফেব্রুয়ারি) বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের খবরে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এতে আরও বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দু’ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।
মন্তব্য করুন: