প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৪, ১৬:০০
ট্রাফিক নিয়ন্ত্রণে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়ে কমিউনিটি পুলিশ গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (২৪ নভেম্বর) রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ব্যাটারিচালিত রিকশা বন্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আশা করি, এ ব্যাপারে উচ্চ আদালত থেকে একটা ভালো সিদ্ধান্ত আসবে। আদালতের সেই সিদ্ধান্ত অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে।’
মিথ্যা ও ভুয়া মামলা দায়ের হওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভুয়া ও মিথ্যা মামলা হচ্ছে। এটা আমরা অস্বীকার করি না। যারা এসব করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা মিথ্যা মামলার শিকার হচ্ছেন তাদের ভোগান্তি লাঘবে কমিটি গঠন করে দেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। আগের তুলনায় বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো রয়েছে।’
মন্তব্য করুন: