শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ২৮শে চৈত্র ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ব্যবসার জন্য সেরা জায়গা বাংলাদেশ
  • ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় ৭২ জন গ্রেফতার
  • পহেলা বৈশাখে কোনো হুমকি নেই
  • দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ
  • ইন্টারনেটের দাম আরও কমাতে কাজ করছে সরকার
  • আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি
  • বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বিদেশি গণমাধ্যমের মিথ্যার ওপর চুনকালি পড়বে
  • থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
  • শুক্রবার ব্যাংককে ড. ইউনূস ও মোদির মধ্যে বৈঠক হতে পারে
  • বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা 

আবারও যাত্রাবাড়ী মোড় অবরোধ ব্যাটারি রিকশাচালকদের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৩

ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে আবারও যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করেছেন এ বাহনের চালকরা।

রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় যাত্রাবাড়ী মোড় অবরোধ করেন ব্যাটারিচালিত রিকশার চালকরা।

এতে ওই মোড় দিয়ে বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ব্যাটারিচালিত রিকশার চালকরা কাজলার দিক থেকে মিছিল নিয়ে যাত্রাবাড়ী মোড়ে আসেন। এরপর তারা মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তির সৃষ্টি হয়।

এদিকে রিকশাচালকরা যাতে সড়ক ছেড়ে দেন এজন্য তাদের সঙ্গে আলাপ-আলোচনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডিএমপির ওয়ারী ট্রাফিক বিভাগের (যাত্রাবাড়ী) সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আখতারুজ্জামান বলেন, সার্বিক পরিস্থিত নিয়ন্ত্রণে সেখানে পুলিশ সদস্যরা রয়েছেন। আমরা শান্তিপূর্ণ পরিস্থিত বজায় রাখার চেষ্টা করছি। যাতে জানমালের কোনো ক্ষতি না হয়। পাশাপাশি আমরা তাদরে সঙ্গে আলাপ আলোচনা করছি, যাতে তারা সড়ক ছেড়ে দেন এবং যান চলাচল শুরু হয়ে জনগণের ভোগান্তি কমে।

এর আগে গত বুধবার (২০ নভেম্বর) ব্যাটারিচালিত রিকশার চালকরা যাত্রাবাড়ী ও দয়াগঞ্জে সড়ক অবরোধ করেন। এছাড়া মহাখালীসহ আরও কিছু এলাকায় তারা অবরোধ কর্মসূচি পালন করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর