শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক পুনরুজ্জীবনের প্রথম ধাপ
  • দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি
  • তেজগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • চাটমোহরে শিশু জুঁই হত্যা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
  • বর্ষবরণে রমনায় মানুষের ঢল
  • রমনার বটমূলে সুরের মূর্ছনায় নতুন বছরকে বরণ
  • মেঘনা আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে
  • সকাল থেকে সোহরাওয়ার্দীতে মানুষের ঢল
  • ব্যবসার জন্য সেরা জায়গা বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান

মো: মাসুদুর রহমান,কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
১২ জুলাই ২০২৩, ১৮:৪০

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পর আবার অবৈধ সংযোগ দিয়েছে ভবন মালিকরা। খবর পেয়ে অভিযান চালিয়ে আবারও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।  বুধবার (১২জুলাই) দুপুরে উপজেলার সাহেব বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এলাকাবাসী ও তিতাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় দাবার দরবার চাইনিজ রেস্টুরেন্ট, নুরে আবুল  বাশারের ভবন ও আহম্মদ প্লাজায় দীর্ঘদিন ধরে অবৈধ সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করে আসছিল। এভাবে অবৈধ সংযোগ দিয়ে ভাড়াটেদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন এসব ভবন ও রেস্টুরেন্টের মালিকরা। ওই এলাকায় অবৈধ সংযোগ দিয়ে গ্যাস ব্যবহারের খবর পেয়ে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস বিপণন ও বিতরণ চন্দ্রা জোনাল অফিস। অভিযান চালিয়ে দাবার দরবার চাইনিজ রেস্টুরেন্ট, নুরে আবুল  বাশারের ভবন ও আহম্মদ প্লাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় তিনটি সংযোগ বিচ্ছিন্ন ও ছয়টি রাইজার জব্দ করা হয়। স্থানীয়দের অভিযোগ, এর আগেও আহমদ প্লাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। কয়েকদিনের মাথায় স্থানীয় দালাল চক্রের মাধ্যমে তিতাস গ্যাস অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে আবার অবৈধ গ্যাস সংযোগ দেয় আহমদ প্লাজা। আর এভাবে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে দেদারসে ব্যবসা পরিচালনা করায় বঞ্চিত হচ্ছে বৈধ গ্রাহক ও সরকার। তবে তদন্ত করে এসব অসাধু কর্মকর্তা-কর্মচারী ও দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দাবী জানিয়েছেন স্থানীয়রা।  

তিতাস গ্যাস বিপণন ও বিতরণ চন্দ্রা জোনাল অফিসের সহকারী কর্মকর্তা শফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই এলাকায় তিনটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর