রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক পুনরুজ্জীবনের প্রথম ধাপ
  • দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি
  • তেজগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • চাটমোহরে শিশু জুঁই হত্যা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
  • বর্ষবরণে রমনায় মানুষের ঢল
  • রমনার বটমূলে সুরের মূর্ছনায় নতুন বছরকে বরণ
  • মেঘনা আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে
  • সকাল থেকে সোহরাওয়ার্দীতে মানুষের ঢল
  • ব্যবসার জন্য সেরা জায়গা বাংলাদেশ

ডাবল উত্তেজনা কাজ করছে: মেহজাবীন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৩

ক্যারিয়ারে একের পর এক চমক দেখাচ্ছেন দর্শকনন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অসংখ্য নাটকে অভিনয়ের পর নাম লিখিয়েছেন চলচ্চিত্রে। তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। চলতি বছরের ফেব্রুয়ারিতে মেহজাবীনের জন্মদিনে প্রকাশ্যে আসে সিনেমাটির পোস্টার।

‘সাবা’ নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। টরন্টো ঘুরে এবার ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে স্থান পেয়েছে সিনেমাটি।

আগামী ৪ অক্টোবর স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় সিজিভি সেন্টাম সিটি থ্রি-তে ‘সাবা’র প্রদর্শনী হবে। এরপর ৬ অক্টোবর স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় লট্টে সিনেমা সেন্টাম সিটি সেভেনে পুনরায় দেখানো হবে এটি।

সবশেষে ৯ অক্টোবর দুপুর ২টায় লট্টে সিনেমা সেন্টাম সিটি এইটে দর্শকরা উপভোগ করবেন মেহজাবীনের ‘সাবা’। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি চলবে ২ থেকে ১১ অক্টোবর পর্যন্ত। কাছাকাছি সময়ে দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সাবা’র জায়গা করে নেওয়ায় ভীষণ উচ্ছ্বসিত মেহজাবীন।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ভীষণ ভালো লাগা কাজ করছে। অনেক খুশি আমি। ‘সাবা’ সিনেমার পুরো টিম খুশি। ডাবল উত্তেজনা কাজ করছে। ‘টরন্টো চলচ্চিত্র উৎসব’-এ সিনেমাটি দেখে সবাই প্রশংসা করেছে। আমরা বাঙালিরা অনেক বেশি ইমোশনাল। আমাদের সঙ্গে বিদেশি দর্শকরাও ইমোশনাল হয়েছেন।

তিনি আরও বলেন, ওখানে এবারই প্রথম আমি দেখেছি, বিদেশি দর্শকরা ভিনদেশি একটি সিনেমা দেখার সময় কীভাবে আপন করে নিচ্ছে। আমাদের হাসি-কান্না, সুখ-দুঃখের সঙ্গে কীভাবে নিজেদের একাত্মতা প্রকাশ করছে।

প্রসঙ্গত, ‘সাবা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। সিনেমাটির সহ-প্রযোজকও তিনি। মেহজাবীন ছাড়া এতে আরও অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, রোকেয়া প্রাচীর মতো অভিনয়শিল্পীরা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর