রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক পুনরুজ্জীবনের প্রথম ধাপ
  • দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি
  • তেজগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • চাটমোহরে শিশু জুঁই হত্যা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
  • বর্ষবরণে রমনায় মানুষের ঢল
  • রমনার বটমূলে সুরের মূর্ছনায় নতুন বছরকে বরণ
  • মেঘনা আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে
  • সকাল থেকে সোহরাওয়ার্দীতে মানুষের ঢল
  • ব্যবসার জন্য সেরা জায়গা বাংলাদেশ

থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএ সদস্য আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৭

জেলার থানচিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) এক সদস্য আটক হয়েছেন। সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনি আটক হন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, গত ৩ এপ্রিল থানচি সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় জড়িত কেএনএর তালিকাভুক্ত এক সদস্য শাহজাহানপাড়া টিওবির দায়িত্বে থাকা এলাকার একটি বাড়িতে অবস্থান করছেন।

পরে ব্যাটালিয়ন কমান্ডারের দিকনির্দেশনায় থানচি বিওপির কমান্ডার নায়েব সুবেদার শাহ মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি বি-টাইপ টহলদল ওই বাড়িটি ঘেরাও করে। পরে এ টহলদলকে সহযোগিতা করার জন্য বলিপাড়া ব্যাটালিয়ন থেকে উপ-অধিনায়ক মেজর শেখ মো. মুজাহিদুল ইসলামের নেতৃত্বে ৩০ সদস্যবিশিষ্ট বিজিবির আরেকটি টহলদল ঘটনাস্থলে যায়।

রাত ৮টা ২০ মিনিটের দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে একটি বসতঘরের খাটের নিচ থেকে রাম জা থাং পাতেং (৪০) নামে ওই কেএনএ সদস্য আটক হন। আটক কেএনএ সদস্য থানচি ৩ নম্বর ওয়ার্ডের শাহজাহানপাড়া টিওবি এলাকার সাপখোবের ছেলে।

আটক কেএনএ সদস্যকে বলিপাড়া ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য বুধবার পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৈমুর হাসান খাঁন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর