প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৪, ১৫:৪১
ইসরাইলে হামলা না চালাতে ইরানকে অনুরোধ জানিয়েছে পাঁচটি পশ্চিমা দেশ। এ দেশগুলো হচ্ছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও জার্মানি।
সোমবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি ও জার্মানিও ইরানকে ইসরাইলে হামলা না চালানোর অনুরোধ করেছে।
এতে দেশগুলো ইরানকে ইসরাইলের বিরুদ্ধে সামরিক হামলার চলমান হুমকি প্রত্যাহার করতে বলেছে এবং এ ধরনের হামলা হলে আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর পরিণতি নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছে।
এসব দেশের নেতারা ফোনে একত্রে কথাও বলেছেন এবং তারা ইরানি আগ্রাসনের বিরুদ্ধে এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর আক্রমণের বিরুদ্ধে ইসরাইলের প্রতিরক্ষার জন্য তাদের সমর্থন প্রকাশ করেছেন।
সর্বশেষ, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করে ইরানে হামলা না চালানোর অনুরোধ জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
ডাউনিং স্ট্রিট জানায়, ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের কোনো পদক্ষেপে ‘ভুল হিসাব-নিকাশের গুরুতর ঝুঁকি রয়েছে এবং এখন শান্ত থাকার ও সতর্কতার সাথে পরিস্থিতি বিবেচনা করার সময়।
২০২১ সালের মার্চে তৎকালীন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সাথে ফোনে কথা বলেছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এরপর এটিই ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ইরানের প্রেসিডেন্টের মধ্যে প্রথম ফোনালাপ।
উল্লেখ্য, গত মাসে এক গুপ্ত হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। এ হামলা ও হত্যাকাণ্ডের জন্য হামাস ও ইরান ইসরাইলকে দায়ী করেছে এবং প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে।
মন্তব্য করুন: