শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট
  • ২০২৫ সালে সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে
  • নাম ও পোশাক বদলাচ্ছে র‌্যাব
  • গণহত্যা মামলায় ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ
  • আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
  • পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সিঙ্গাপুরের সহায়তা চান প্রধান উপদেষ্টা

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ নিবেদিত: পররাষ্ট্র সচিব

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৯ জুলাই ২০২৩, ১৭:৫৯

বাংলাদেশ দীর্ঘদিন ধরে নারীর ক্ষমতায়ন, শান্তি ও নিরাপত্তা প্রক্রিয়ায় তাদের অর্থপূর্ণ অংশ নেওয়ার লক্ষ্যে নিবেদিত বলে বলেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

রোববার (০৯ জুলাই) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউএন উইমেন যৌথভাবে বাংলাদেশের নারী, শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত ন্যাশনাল প্ল্যান অন মাল্টি-স্টেকহোল্ডারদের পরামর্শ ও বাস্তবায়ন পর্যালোচনা কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিস গীতাঞ্জলি সিং।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, বিদেশি কূটনৈতিক মিশন, সুশীল সমাজের সংগঠনসহ তৃণমূল পর্যায়ের নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব তার বক্তব্যে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের নেতৃত্ব এবং কমিউনিটি উন্নয়ন উদ্যোগে নারীদের সক্রিয় অংশ নেওয়ার কথাও তুলে ধরেন। তিনি কর্মশালায় অংশগ্রহণকারীদের সহিংস চরমপন্থা ও বাল্যবিবাহ নির্মূল এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়ানোর জন্য সামাজিক সংহতির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় নারীর কার্যকর ভূমিকার বিষয়ে তাদের আলোচনায় ফোকাস করার জন্য আহ্বান জানান।

অন্যান্য বক্তারাও ডব্লিউপিএস এজেন্ডা কার্যকর করার জন্য সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় নারীদের সমান ভূমিকার গুরুত্বের ওপর জোর দেন।

কর্মশালার উদ্দেশ্য ছিল সব স্টেকহোল্ডারদের মধ্যে নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা সম্পর্কে বোঝাপড়া বাড়ানো। এছাড়া এসব এজেন্ডা বাস্তবায়নের জন্য তৃণমূল পর্যায়ে যারা কাজ করেন, তাদের এগিয়ে নিতে কার্যকর সহযোগিতা নিশ্চিত করা।

বাংলাদেশ মহিলা পরিষদ এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ ডব্লিউপিএস এজেন্ডায় তাদের কর্ম ও উদ্যোগের বিষয়ে উপস্থাপনা করে। কর্মশালার অংশগ্রহণকারীরা ২০২৫ সাল পর্যন্ত কার্যকর জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন, চ্যালেঞ্জ এবং সেগুলো অতিক্রম করার উপায়গুলি পর্যালোচনা করেন।

  


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর