প্রকাশিত:
৯ জুলাই ২০২৩, ১২:৫৬
এক সপ্তাহ ধরে একটানা ভারী বৃষ্টি কেরলে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপর্যস্ত রাজ্যের বহু জেলা। বাড়ল মৃতের সংখ্যাও।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারী বৃষ্টিজনিত সমস্যায় শনিবার ৮ জুলাই সন্ধে পর্যন্ত কেরলে ১৯ জন প্রাণ হারিয়েছেন। গৃহহীন ১০ হাজারের বেশি বাসিন্দা। তাঁদের ২২৭টি অস্থায়ী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, তুমুল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজারের বেশি বাড়ি। নিচু এলাকায় জল জমার মতো সমস্যাও তৈরি হয়েছে। গাছ উপরে পড়ে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে কেরলের সাত জেলায় হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
মন্তব্য করুন: