সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • খুলনা নগরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, নেতা-কর্মীদের খুঁজছে পুলিশ
  • ভাত খাওয়ার সময় যুবদলকর্মীকে গুলি করে হত্যা
  • বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে
  • আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে
  • বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক পুনরুজ্জীবনের প্রথম ধাপ
  • দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি
  • তেজগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • চাটমোহরে শিশু জুঁই হত্যা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
  • বর্ষবরণে রমনায় মানুষের ঢল

ট্রাম্পের বিপক্ষে জিততে পারবেন না বাইডেন, বললেন ডেমোক্রেটিক পার্টির সিনেটর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জুলাই ২০২৪, ১০:৫২

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকান পার্টির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আগামী নির্বাচনে জিততে পারবেন না—এমনটাই মনে করেন ডেমোক্রেটিক পার্টির সিনেটর মাইকেল ব্যানেট। গতকাল মঙ্গলবার (৯ জুলাই) সম্প্রচারমাধ্যম সিএনএনকে তিনি এ কথা বলেছেন।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ব্যানেট বলেন, ‘আমার ধারণা, নির্বাচনে জয়ের পথেই এগোচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সম্ভবত তিনিই নিরঙ্কুশ জয় পেতে যাচ্ছেন।’

তবে ব্যানেট জো বাইডেনকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন থেকে সরে যাওয়ার পরামর্শ দেননি।

বাইডেনকে নির্বাচনী প্রচারণায় সমর্থন জানাবেন, নাকি স্বাস্থ্য ও দূরদর্শিতা নিয়ে প্রশ্ন ওঠায় প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার অনুরোধ করবেন, সেটি নিয়ে তাঁর নিজের দল ডেমোক্রেটিক পার্টিতেই বিভক্তি তৈরি হয়েছে।

মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভের সাতজন ডেমোক্র্যাট বাইডেনকে এরই মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সিনেটের কোনো ডেমোক্র্যাট অবশ্য এখনো এমন আহ্বান জানাননি। তবে বাইডেন বারবারই বলছেন, নির্বাচনের লড়াইয়ে থাকছেন তিনি।

এদিকে ভোটারদের সমর্থন আদায়ে বাইডেন যথেষ্ট কাজ করেননি বলে মনে করছেন অনেক ডেমোক্র্যাট। তাঁদের ধারণা, ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত বিতর্কটি তাঁর সক্ষমতার প্রতিফলনের চেয়ে বরং বিপর্যয় ডেকে এনেছে।

তবে বাইডেনের সুস্থতা নিয়ে তোলা প্রশ্ন উড়িয়ে দিয়ে মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার সাংবাদিকদের বলেন, ‘আমি জো-এর (জো বাইডেন) পাশে আছি।’

রিপাবলিকান পার্টির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ঐক্যবদ্ধ হওয়ার বদলে দলটি বাইডেনের ভুলত্রুটির পেছনে পড়ে আছে বলে হতাশা প্রকাশ করেছেন ডেমোক্র্যাটদের কেউ কেউ।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত ২৭ জুন অনুষ্ঠিত বিতর্কে ধরাশায়ী হন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে চাপের মুখে আছেন তিনি। এ বছরের ৫ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে জয়ের সক্ষমতা নিয়ে তাঁর দলের মধ্যেই সংশয় দেখা দিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর