শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট
  • ২০২৫ সালে সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে
  • নাম ও পোশাক বদলাচ্ছে র‌্যাব
  • গণহত্যা মামলায় ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ
  • আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
  • পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সিঙ্গাপুরের সহায়তা চান প্রধান উপদেষ্টা

এবার একফ্রেমে প্রভাস-ডন লি, গুঞ্জন না সত্যি?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ জুলাই ২০২৪, ১৫:৪৫

দক্ষিণের সুপারস্টার প্রভাস এই মুহুর্তে জনপ্রিয়তার তুঙ্গে। বাহুবলী’র পর আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়ে যান এই তারকা। মারকাটারি অ্যাকশন চলচ্চিত্রে সবার প্রথম পছন্দ প্রভাস। তবে একবার ভাবুন তো, অ্যাকশন সুপারস্টার প্রভাসের সঙ্গে যদি ভারতের অ্যাকশন মাস্টার নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা হাত মেলান, তাহলে কি হবে? আর সেই সিনেমায় যদি হাজির থাকেন দক্ষিণ কোরিয়ার অ্যাকশন মেগাস্টার ডন লি! হ্যাঁ, গুঞ্জন এখন সেদিকেই।

অ্যানিমেল নির্মাতা সন্দীপ এবার প্রভাসকে নিয়ে তৈরি করছেন তার আসন্ন চলচ্চিত্র ‘স্পিরিট।’ আর তীব্র গুঞ্জন উঠেছে যে সিনেমাটিতে প্রভাসের সঙ্গে দেখা যাবে ‘ট্রেন টু বুসান’ তারকা মা ডংগ-সিয়ককে যিনি ‘ডন লি’ নামেই পরিচিত!

প্রভাসকে নিয়ে সিনেমা বানানো মানেই বিশাল বাজেট নিয়ে নামতে হবে- বিষয়টা এখন অনেকটাই এমন হয়ে গেছে। তার উপরে নির্মাতা যখন অ্যানিমেল’খ্যাত সন্দীপ রেড্ডি ভাঙ্গা, তখন যেন সোনায় সোহাগা! তবে ভারতীয় একাধিক প্রতিবেদনের দাবি অনুসারে, এতে আরো দেখা যাবে কোরিয়ান অভিনেতা মা ডংগ-সিয়ককে। ‘স্পিরিট’-এ খলনায়কের ভূমিকায় দেখা যাবে তাকে।

এতে প্রভাসের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে রাশ্মিকা মান্দানাকে।

যদিও ‘স্পিরিট’-এ মা ডংগ-সিয়ককে চুক্তিবদ্ধ করার বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমে জানিয়েছে, নির্মাতারা চাইছেন ‘স্পিরিট’কে প্যান এশিয়ান চলচ্চিত্র হিসেবে নির্মাণ করতে। ইদানীং কে-পপ ও কে-ড্রামার জনপ্রিয়তা দেখে নির্মাতারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

খুব শিগগিরই সিনেমাটির কলাকুশলীদের বিষয়ে ঘোষণা আসবে।

মা ডংগ-সিয়ক কোরিয়ান সিনেমার দুনিয়ায় ‘ডন লি’ নামে পরিচিত। এই কোরিয়ান তারকা ‘ট্রেন টু ভুসান’, ‘ডিরেল্ড’, ‘দ্য আউটলজ’সহ আরও জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। মার্ভেল স্টুডিওর ‘ইটারনালস’-এর মতো চলচ্চিত্রে দেখা গেছে তাকে। এই কোরিয়ান তারকা তার ১৫ বছরের ক্যারিয়ারে ৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার জনপ্রিয় ফ্যাঞ্চাইজি ‘দ্য আউটলজ’-এর চতুর্থ সিনেমা ‘দ্য রাউন্ডাপ : পানিশমেন্ট।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর