শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট
  • ২০২৫ সালে সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে
  • নাম ও পোশাক বদলাচ্ছে র‌্যাব
  • গণহত্যা মামলায় ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ
  • আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
  • পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সিঙ্গাপুরের সহায়তা চান প্রধান উপদেষ্টা

গাজীপুরে মাটি খুঁড়তেই পাওয়া গেল ১০টি গ্রেনেডসদৃশ বস্তু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত:
৮ জুলাই ২০২৪, ১৭:৪৮

গাজীপুর নগরের দক্ষিণ ছায়াবীথি আবাসিক এলাকায় একটি ভবনের নির্মাণকাজের জন্য মাটি খুঁড়তে গিয়ে গ্রেনেডসদৃশ বস্তু পাওয়া গেছে। আজ সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে জায়গাটি নিরাপত্তা বলয়ে ঢেকে রেখেছে পুলিশ। চলছে নিষ্ক্রিয়করণের কাজ।

খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি দক্ষিণ ছায়াবীথির স্থানীয় আবুল কাশেম বাড়ি নির্মাণকাজ শুরু করেছেন। ভবনের পাইলিং নির্মাণের জন্য কয়েক দিন ধরেই চলছে মাটি খননের কাজ। আজ সোমবার সকালে খনন করতে আসেন শ্রমিকেরা। খননের একপর্যায়ে ৮ থেকে ১০টি গ্রেনেডসদৃশ বস্তু পাওয়া যায়। ঘটনাটি দেখে শ্রমিকেরা ভয় পেয়ে যান। পরে খবর দিলে পুলিশ এসে জায়গাটি নিজেদের নিয়ন্ত্রণে নেন।

নির্মাণশ্রমিক মো.শফিকুল ইসলাম বলেন, ‘আজ সকাল ৭টা থেকে আমরা ১৩ জন শ্রমিক ভবনের পাইলিংয়ের জন্য মাটি খনন করছিলাম। সকাল সাড়ে ৮টায় ৪ ফুট মাটি খনন করার একপর্যায়ে হঠাৎ কোদালে শক্ত জিনিস টের পাই। পরে মাটি সরিয়ে একটি কলস পাই, কলসের মধ্যে ৮ থেকে ১০টি কালো বস্তু ছিল। পরে বিষয়টি বাড়ির মালিককে জানাই। বাড়ির মালিক পুলিশকে খবর দেন।’

বাড়ির মালিক আবুল কাশেম বলেন, ‘আমরা পুরো ঘটনা দেখে ভয় পেয়ে যাই। পরে পুলিশ এসে এগুলো গ্রেনেড বলে জানায়। এখন পুরো জায়গা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে।’

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল বলেন, ‘প্রাথমিকভাবে তদন্তে আমাদের কাছে এসব গ্রেনেড বলে মনে হয়েছে। আমরা ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি, তারা এরই মধ্যে ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। আমরা পুরো এলাকা নিরাপত্তা বলয়ে ঢেকে রেখেছি।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর