প্রকাশিত:
৪ জুলাই ২০২৪, ১৬:৩৭
সরকারের সচিবালয়কে প্লাস্টিক মুক্ত ঘোষণা করে উল্লেখ করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, জাতীয় সংসদ ভবনে এক মাস পর থেকে আর একবারের বেশি ব্যবহার করা প্লাস্টিক বোতল ব্যবহার করা হবে না।
বৃহস্পতিবার ৪ জুলাই সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি আরও বলেন, আগামী বছর তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তকে পরিবেশ ও জলবায়ু বিষয়ে অধ্যায় সংযোগ করার উদ্যোগ নেয়া হয়েছে।
বোটানিক্যাল গার্ডেন বিষয়ে মন্ত্রী বলেন, বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ মূল্য ১০০ টাকা করা উচিত হয়নি। এই সিদ্ধান্ত পুনঃবিবেচনা করা উচিত বলে আমি মনে করি। বোটানিক্যাল গার্ডেন বাণিজ্যিকভাবে বিবেচনা করা উচিত নয়।
মন্তব্য করুন: