প্রকাশিত:
১ জুলাই ২০২৪, ১২:৫২
মৌসুমি বায়ুর প্রভাবে সাগরে লঘুচাপের কারণে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে।
রোববার (৩০ জুন) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানা যায়। পূর্বাভাসে জানানো হয় রোববার থেকে শুরু হওয়া বৃষ্টি আরো দুই দিন চলতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, আজ ও আগামীকাল ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া আগামী দুদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানা যায়।
মন্তব্য করুন: