প্রকাশিত:
২৬ জুন ২০২৪, ১২:১৭
উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যাত্রীবাহী রেল পরিষেবা পুনরায় চালু করবে রাশিয়া। আজ বুধবার (২৬ জুন) বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, কভিড-১৯ মহামারির কারণে চার বছরের বিরতির পর রাশিয়া জুলাই মাসে এই রেল পরিষেবা আবার চালু করবে।
ট্রেনগুলো ভ্লাদিভোস্টক শহর থেকে উত্তর কোরিয়ার রাসন বন্দর পর্যন্ত চলাচল করবে। উত্তর কোরিয়ার সীমান্তবর্তী প্রিমর্স্কি ক্রাইয়ের সুদূর পূর্বাঞ্চলের রুশ গভর্নর ওলেগ কোজেমিয়াকোর বরাত দিয়ে ইন্টারফ্যাক্স এই তথ্য জানিয়েছে।
কোজেমিয়াকোর বরাত দিয়ে সংস্থাটি আরো বলেছে, ‘ভ্লাদিভোস্টকে চড়ে (মানুষ) সরাসরি ডিপিআরকেতে ( উত্তর কোরিয়া) আসবে। সেখানকার সৌন্দর্য, প্রকৃতি, সংস্কৃতি উপভোগ করবে এবং দেশটির রীতিনীতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হবে।’
২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু এবং কিয়েভের মিত্ররা মস্কোর ওপর পরবর্তী নিষেধাজ্ঞা দেওয়ার পর রাশিয়া অর্থনৈতিক নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্ক খুঁজতে এশিয়া ও আফ্রিকার দিকে ঝুঁকে পড়ে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০০০ সালের পর প্রথমবারের মতো গত সপ্তাহে উত্তর কোরিয়া সফর করেন।
তিনি বলেন, পিয়ংইয়ংয়ের সঙ্গে মস্কোর সম্পর্ক গভীর এবং একটি প্রতিরক্ষাবিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেন।
মন্তব্য করুন: