সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • খুলনা নগরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, নেতা-কর্মীদের খুঁজছে পুলিশ
  • ভাত খাওয়ার সময় যুবদলকর্মীকে গুলি করে হত্যা
  • বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে
  • আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে
  • বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক পুনরুজ্জীবনের প্রথম ধাপ
  • দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি
  • তেজগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ম্যাচ হারের পর নিজের ভুল স্বীকার করলেন অধিনায়ক শান্ত

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৫ জুন ২০২৪, ১২:১৭

বাংলাদেশকে ৮ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান। বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। বাংলাদেশের হারে সেমিফাইনাল থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়াও। আগামী ২৭ তারিখ ভোরে প্রথম সেমিফাইনালে ত্রিনিদাদে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান।

অথচ সেমিতে যেতে এ ম্যাচে দারুণ সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশের। সুপার এইটের প্রথম দুই ম্যাচ বাজে খেলেও সেমিফাইনালে ওঠার দারুণ সুযোগটা পেয়েও কাজে লাগাতে পারলো না টাইগাররা। ১২.১ ওভারে করতে হতো ১১৫ রান। তানজিম শুরুতে ফিরলেও লিটনের ইতিবাচক ব্যাটিং সেটি একেবারে নাগালের বাইরে যেতে দেয়নি।

কিন্তু নাজমুল হোসেন, সাকিব আল হাসানের পর মাহমুদউল্লাহর অদ্ভুত ব্যাটিং ভুগিয়েছে বাংলাদেশকে। দেখে মনে হয়েছে, কারও মাথায় নেই সেমির সমীকরণ। বাংলাদেশকে নিশ্চিতভাবেই এ সুযোগ হাতছাড়া করার আক্ষেপ তাড়া করে ফিরবে অনেকদিন। তবে দিনটা আফগানিস্তানের।

১১৫ রানের সম্বল নিয়েও হাল ছাড়েনি তারা। লড়াই করে গেছে শেষ পর্যন্ত। সেটির পুরস্কারও পেয়েছে তারা।

হারের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন,‘বোলিং ভালো হয়েছে। ব্যাটিংয়ে বাজে কিছু সিদ্ধান্ত নিয়েছি, মাঝের ওভারগুলোতে বিশেষ করে।

প্রথম ৬ ওভার জোরেসোরে খেলতে চেয়েছি। কিন্তু আমরা উইকেট হারিয়েছি। না হলে স্বাভাবিক খেলতে চেয়েছি। হয়নি। পুরো টুর্নামেন্টে আমরা সত্যিই ভালো বোলিং করেছি, পেসার এবং স্পিনার, বিশেষ করে রিশাদ দুর্দান্ত ছিল, ফাস্ট বোলাররাও ভালো করেছে। এছাড়াও, ফিল্ডিংয়েও আমরা ভাল করেছি। ব্যাটিংয়ে উন্নতি করতে হবে, আমাদের টপ অর্ডার ভালো পারফর্ম করতে পারেনি। আমরা ব্যাট হাতে ভালোভাবে খেলতে পারিনি এবং অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর