প্রকাশিত:
২৪ জুন ২০২৪, ১৬:৪৮
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরজুড়ে অভিযান চালিয়ে অন্তত ৪০ ফিলিস্তিনি পুরুষ ও তরুণকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী। তাদের মধ্যে বিশিষ্ট ফিলিস্তিনি আইনপ্রণেতা আজম সালহাবও রয়েছেন। রামাল্লার কাছে হেবরনে নিজ বাড়ি থেকে আজম সালহাবকে গ্রেফতার করা হয়।
ফিলিস্তিনের স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে সোমবার (২৪ জুন) সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরাইলে কয়েক মাস প্রশাসনিক আটক থেকে মুক্তি পাওয়ার কয়েকদিন পরই ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য সালহাবকে গ্রেফতার করা হয়েছে।
এক বিবৃতিতে ফিলিস্তিন প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, রোববার (২৩ জুন) রাতভর বেথলেহেম, রামাল্লা, জেরিকো, হেবরন এবং জেরুজালেমে অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। আটকদের মধ্যে আরেকজন আইনপ্রণেতা হাতেম কফিশের ছেলেও রয়েছেন।
এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে তীব্র লড়াই শেষ হলেও গাজায় যুদ্ধ বন্ধ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
স্থানীয় সময় রোববার (২৩ জুন) এক সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাসের বিরুদ্ধে তীব্র লড়াই শেষ হতে চলেছে, তবে হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে।
সাক্ষাতকারে তিনি ইঙ্গিত দেন গাজায় এখনও আটক সব বন্দীকে মুক্তির ব্যবস্থা করা না হলেও কয়েকজনকে ছেড়ে দেয়ার বিনিময়ে তিনি ‘আংশিক’ চুক্তি করতে প্রস্তুত। তবে তিনি জোর দিয়ে বলেন, গাজায় ইসরাইলের যুদ্ধ শেষ হবে-এমন কোনো শর্তমূলক চুক্তি তিনি মানবেন না।
ইসরাইলি মিডিয়া আউটলেট চ্যানেল ১৪-এ দেয়া ওই সাক্ষাতকারে ইসরাইলের প্রধানমন্ত্রী আরও বলেন, দক্ষিণ গাজার রাফায় ইসরাইলের ‘তীব্র’ পর্যায়ের সামরিক অভিযান শেষ হয়ে আসছে। তবে এর মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে আসছে। বরং বলা যায়, রাফায় যুদ্ধের তীব্রতা শেষ হয়ে আসছে।
মন্তব্য করুন: