শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত
  • বোয়ালখালীতে আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই
  • ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ
  • প্রথমবার সচিবালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • এস আলমের ঋণ জালিয়াতি, কেন্দ্রিয় ব্যাংকের ১৩ জনকে তলব
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট
  • ২০২৫ সালে সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে
  • নাম ও পোশাক বদলাচ্ছে র‌্যাব
  • গণহত্যা মামলায় ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ

ভারত–অস্ট্রেলিয়া লড়াইয়ে চোখ রাঙাচ্ছে বৃষ্টি, কী হবে ম্যাচ ভেসে গেলে

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৪ জুন ২০২৪, ১২:৩৮

আট মাস পর অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হেরে যাওয়ার প্রতিশোধের সুযোগ পেয়ে গেছে ভারত। হোক টি–টোয়েন্টি, কিন্তু এটাও তো বিশ্বকাপই। টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় সেন্ট লুসিয়ায় মুখোমুখি হচ্ছে ভারত–অস্ট্রেলিয়া।

কিন্তু রোমাঞ্চ, উত্তেজনার আভাস দেওয়া এই ম্যাচের আগে আবহাওয়ার পূর্বাভাস শোনাচ্ছে শঙ্কার কথা। সেন্ট লুসিয়ায় ভারত–অস্ট্রেলিয়া লড়াইয়ে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। হতে পারে বজ্রঝড়ও।

আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ওয়েবসাইটে আকুওয়েদার লিখেছে, ‘থেমে থেমে বৃষ্টি আর বজ্রঝড়ের পূর্বাভাস আছে।’ আকুওয়েদারের প্রতি ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সেন্ট লুসিয়ায় স্থানীয় সময় সকাল ৭টা থেকে ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ।

সেন্ট লুসিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা ম্যাচ। আকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী ম্যাচের পুরোটা সময়ই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এ ছাড়া ম্যাচের আগে ভারী বর্ষণ হলে খেলা শুরু হতে দেরি হতে পারে। সে ক্ষেত্রে ম্যাচের শেষ দিকে আবার হানা দিতে পারে বৃষ্টি।

আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় সুপার এইট গ্রুপ ১-এর শেষ দুটি ম্যাচ হয়ে উঠেছে খুব গুরুত্বপূর্ণ। এমন গুরুত্বপূর্ণ একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে একাধিক দলের জন্য হিসাব জটিল হয়ে উঠবে। কারণ, এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে নেই।

ভারত–অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে দুই দলই ১ পয়েন্ট করে পাবে। সে ক্ষেত্রে ৩ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে যাবে ভারত। অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে ৩। তাদের তখন তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ সময় আগামীকাল সকালে বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচের দিকে। সেই ম্যাচে আফগানিস্তান জিতলে সুপার এইট থেকে ছিটকে যাবে অস্ট্রেলিয়া, টিকবে বাংলাদেশ জিতলে। আর বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচও বৃষ্টিতে ভেসে গেলে নেট রানরেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠবে অস্ট্রেলিয়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর