রবিবার, ৬ই অক্টোবর ২০২৪, ২১শে আশ্বিন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পূর্বাঞ্চলে বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি: সিপিডি
  • অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
  • ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
  • মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা দেওয়ার আহ্বান ড. ইউনূসের
  • ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
  • সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে: আসিফ নজরুল
  • বৈরী আবহাওয়া, উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
  • শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
  • ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামালসহ গ্রেপ্তার ৪

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ জুন ২০২৪, ১৭:১৮

রাশিয়া ইউক্রেনের পশ্চিম ও দক্ষিণে জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের আক্রমণ শুরু করেছে। আজ শনিবার (২২ জুন) ইউক্রেন এই তথ্য জানিয়েছে। জ্বালানি মন্ত্রণালয় বলেছে, ‘ঝাপোরিঝিয়া এবং লভিভ অঞ্চলে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পরিচালক ইউক্রেনারগোর সরঞ্জামগুলো হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঘটনায় দুই কর্মচারী আহত হয়েছেন এবং জাপোরিঝিয়াতে হাসপাতালে ভর্তি রয়েছেন।’

মন্ত্রণালয় আরো জানায়, গত তিন মাসের মধ্যে এটি জ্বালানি অবকাঠামোর ওপর করা অষ্টম বিশাল আক্রমণ।

ইউক্রেনের বৃহত্তম বেসরকারি জ্বালানি সংস্থা ডিটিইকে বলেছে, রাতভর হামলায় প্ল্যান্টের গুরুতর ক্ষতি হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতে, এই হামলা ইউক্রেনের অর্ধেক বিদ্যুৎ সরবারহের ক্ষমতা ধ্বংস করে দিয়েছে।

ডিটিইকে প্রধান নির্বাহী ম্যাক্সিম টিমচেঙ্কো সতর্ক করে বলেছেন, ‘এই শীতে গুরুতর সংকটের সম্মুখীন হতে পারে দেশ, যদি পশ্চিমা মিত্ররা বিদ্যুৎ আবকাঠামো রক্ষার জন্য সামরিক সহায়তা না দেয়।’

জেলেনস্কি এর আগে বলেছিলেন, ইউক্রেনের সকল হাসপাতাল এবং স্কুলগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব সোলার প্যানেল দিয়ে সজ্জিত করা হবে। গত বৃহস্পতিবার (২০ জুন) তিনি আরো বলেছিলেন, ‘জ্বালানি ও ​​বিদ্যুৎ আবকাঠামোতে হামলা চালিয়ে আমাদের কাবু করার রুশ প্রচেষ্টা যেনো ব্যর্থ হয়, তা নিশ্চিত করার জন্য আমরা সবকিছু করছি।’ জেলেনস্কি বারবার ইউক্রেনের মিত্রদের দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার জন্য আরো বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে অনুরোধ করেছেন।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বৃহস্পতিবার (২০ জুন) বলেছেন, ওয়াশিংটন কিয়েভে বিমান-প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহকে অগ্রাধিকার দেবে, অন্য যে দেশগুলো অর্ডার দিয়েছে তাদের চেয়েও বেশি।

এরপর জেলেনস্কি এক্স-এ একটি বার্তায় বলেছেন, ‘তিনি মার্কিন এ পদক্ষেপের জন্য কৃতজ্ঞ। বিমান প্রতিরক্ষা ক্ষমতা ইউক্রেনের শহর এবং বেসামরিক নাগরিকদের রক্ষা করবে।’

দুই বছরেরও বেশি সময় ধরে রুশ আক্রমণে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাকে পঙ্গু করে দিয়েছে এবং কিয়েভকে অন্ধকারে রাখতে ও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে সরঞ্জাম আমদানি করতে বাধ্য করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর