সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • ভিসা জালিয়াতিতে জড়িতদের আজীবনের নিষিদ্ধ করবে যুক্তরাষ্ট্র
  • খুলনা নগরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, নেতা-কর্মীদের খুঁজছে পুলিশ
  • ভাত খাওয়ার সময় যুবদলকর্মীকে গুলি করে হত্যা
  • বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে
  • আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে
  • বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক পুনরুজ্জীবনের প্রথম ধাপ
  • দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

রাসেলস ভাইপারের কামড়, পিটিয়ে মারা সাপ নিয়ে হাসপাতালে কৃষক

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত:
২২ জুন ২০২৪, ১২:৪২

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চরে বাদাম তুলতে গিয়ে বিষধর রাসেলস ভাইপারের কামড়ে এক কৃষক আহত হয়েছেন। তাঁর নাম মধু বিশ্বাস (৪৮)। গতকাল শুক্রবার (২১ জুন) সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মধু বিশ্বাস একই উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের বাসিন্দা।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক মধু বিশ্বাস জানান, গতকাল সকাল ১০টার দিকে পদ্মার চরে নিজের খেতে বাদাম তুলতে যান তিনি। এ সময় একটি সাপ তাঁর পায়ে কামড় বসায়। তাঁর চিৎকারে মাঠের অন্য কৃষকেরা ছুটে এসে সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। পরে তাঁকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সঙ্গে করে মৃত সাপটিও নেওয়া হয়।

সাপটি রাসেলস ভাইপার বলে নিশ্চিত করেছেন পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমীন আহমেদ তিথি। তিনি বলেন, ‘সঙ্গে আনা সাপটি দেখে আমরা নিশ্চিত হই, তাঁকে (মধু) রাসেলস ভাইপার কামড় দিয়েছে। পরে দ্রুত ভর্তি করে হাসপাতালেই তাঁকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল। আমরা তাঁকে ৭২ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখতে চেয়েছিলাম। কিন্তু পরিবারের লোকজন রাত সাড়ে সাতটার দিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যান।’

এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, ‘ওই কৃষককে রাসেলস ভাইপার সাপ ছোবল দিয়েছে—এটি নিশ্চিত হওয়ার পর তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা তাঁর সার্বক্ষণিক খোঁজ রাখছি।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর