প্রকাশিত:
১২ জুন ২০২৪, ১৮:১৫
মালদ্বীপের চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর ভারত সফর নিয়ে অবাক হয়েছে অনেকে। প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে মন্তব্য করা এই নেতা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে চমকে দিয়েছেন সবাইকে। এবার সেই সফর নিয়ে মুখ খুললেন মুইজ্জু। তিনি বলেন, ভারত সফর সফল হয়েছে।
টানা তৃতীয়বারের মতো নির্বাচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি যান মুইজ্জু। সফরে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘দুই দেশের মধ্যে দৃঢ় সম্পর্কের ফলে ভবিষ্যতে একইভাবে মালদ্বীপের সমৃদ্ধি বৃদ্ধি পাবে।’
খবরে বলা হয়েছে, একটি উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধিদলের সঙ্গে প্রেসিডেন্ট মুইজ্জু রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন। তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।
মুইজ্জু বলেছেন, দুই দেশের মধ্যে দৃঢ় সম্পর্ক মালদ্বীপের নাগরিকদের জন্য উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করবে। এই সফর দুই দেশের জন্য সাফল্য নিয়ে আসবে।
নির্বাচিত হওয়ার পর থেকে মোহাম্মদ মুইজ্জুর প্রকাশ্যেই চীনের সমর্থন করেছেন। নির্বাচিত হওয়ার পর প্রথম বেইজিং সফর করেছেন তিনি। দেশটিতে থাকা ভারতীয় সেনাদের ফেরত পাঠিয়েছে মুইজ্জু সরকার।
মন্তব্য করুন: