প্রকাশিত:
১২ জুন ২০২৪, ১৪:২৮
দুদিন পর জার্মানির মাটিতে শুরু হতে চলেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর। টুর্নামেন্ট ঘিরে দলগুলোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শুক্রবার সমর্থকদের সামনে অনুশীলন ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। মহাতারকার অনুশীলন দেখতেও টিকিট নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। ফ্রিতে পাওয়া টিকিট এখন বিক্রি হচ্ছে লাখ টাকায়।
ইউরোতে এবার রোনালদোদের অনুশীলন দেখতে আলাদা করে টিকিটের ব্যবস্থা করেছে জার্মান কর্তৃপক্ষ। বলার অপেক্ষা রাখে না, পর্তুগালের অনুশীলনে দর্শকদের আকর্ষণের কেন্দ্রে ৩৯ বর্ষী মহাতারকা।
শুক্রবারের অনুশীলনের জন্য ৬ হাজার ফ্রি টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যায়। যেগুলো পরবর্তীতে কালোবাজারিরা ৪০০ থেকে ৮০০ ইউরোয় বিক্রি করছে। যা বাংলাদেশি মুদ্রায় ৫০ হাজার থেকে ১ লাখ টাকা।
২০৪টি আন্তর্জাতিক ম্যাচে ১২৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। এটি তার ৬ষ্ঠ ইউরো টুর্নামেন্ট। ২০০৪ সালে অভিষেক, শিরোপার স্বাদ পান ২০১৬ সালে। বর্তমানে সৌদি ক্লাব আল নাসেরে খেলছেন সিআর সেভেন।
মন্তব্য করুন: